X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে পাকিস্তান সেনাবাহিনীকে হস্তক্ষেপের আহ্বান হিজবুল কমান্ডারের

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী না পাঠালে পাকিস্তানি সেনাবাহিনীকে সেখানো পাঠানোর আহ্বান জানিয়েছেন হিজবুল মুজাহিদিন কমান্ডা সৈয়দ সালাউদ্দিন। ভারতবিরোধী সশস্ত্র আন্দোলনে জড়িত পাকিস্তানপন্থী এই সংগঠনের নেতা বলেন, বলেন, ‘প্রথম ইসলামিক পরমাণু শক্তিধর দেশ হওয়ায় এটা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দায়িত্ব। তাদের উচিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সামরিক অভিযান চালিয়ে জনগণকে সহায়তা করা। হিজবুল মুজাহিদিন কমান্ডা সৈয়দ সালাউদ্দিন

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের তিনটি যুদ্ধের মধ্যে দুটি সংঘটিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিকে ভারতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে থাকে। আদর্শগতভাবে সংগঠনটি কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জন্ম নেওয়া সালাউদ্দিনকে ২০১৭ সালে সন্ত্রাসী তালিকাভুক্ত করে ওয়াশিংটন। তিনি কাশ্মিরে ভারতের বিরুদ্ধে লড়াই করা বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর জোট প্রধানও।

মুজাফফরবাদে এক জনসভায় সালাউদ্দিন বলেন, ‘এই কঠিন সময়ে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন কোনও কাজে আসবে না। পাকিস্তান সরকারের নেওয়া কঠিন পদক্ষেপের কারণে আমাদের সংগঠন দুর্বল হয়ে গেছে’। তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপগুলো ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলার ক্ষমতা কেড়ে নিয়েছে আমাদের’।

ভারতের বিরুদ্ধে লড়াইয়ে জঙ্গিদের সমর্থন দেওয়ার কথা অস্বীকার করে আসছেন পাকিস্তানি কর্মকর্তারা। তাদের দাবি, তারা এই সময়ে দায়িত্বশীল আচরণ প্রমাণের জন্য কাজ করছেন।

 

 

/এমএইচ/এএ/
সম্পর্কিত
ভারতে ব্রেইল পদ্ধতিতে ভোট দিচ্ছেন দৃষ্টিহীনরা
কেজরিওয়ালের জামিনে সমর্থকদের উচ্ছ্বাস
সর্বহারা সিপিএম পার্টির কোটিপতি প্রার্থীরা
সর্বশেষ খবর
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা ব্যাপক: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা