X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চীনে ৮ স্কুলশিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭
image

চীনের হুবেই প্রদেশের এক স্কুলে সংঘটিত অপরাধের ঘটনায় সোমবার (২ সেপ্টেম্বর) আট শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আহত হয়েছে দুই জন। ঠিক কীভাবে তাদের মৃত্যু হলো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে চীনের স্কুলগুলোতে ছুরিকাঘাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। চীনে ৮ স্কুলশিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

স্থানীয় প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, মধ্য চীনে ‘স্কুল সংশ্লিষ্ট অপরাধের ঘটনায়’ আট স্কুলশিক্ষার্থী নিহত ও অন্য দুই জন আহত হয়েছে। সর্বশেষ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষার্থীরা কীভাবে নিহত হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

ইংচি সিটি প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের ওই ঘটনায় জড়িত সন্দেহে হুবেই প্রদেশের চোয়াংগোপু গ্রামের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আহতদের মানসিক চিকিৎসা ও পুনর্বাসনের সব ধরনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
এপ্রিলে চীনের হুনান প্রদেশে একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে দুই জন নিহত ও অন্য দুই জন আহত হয়েছে। আহতরা শিক্ষার্থী ছিল; তবে ওই সময় নিহতদের বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গত বছর অক্টোবরে সিচুয়ান প্রদেশে একটি কিন্ডার গার্টেনে ছুরি হামলা চালিয়ে ১৪ শিশুকে আহত করে এক নারী।

২০১৮ সালের এপ্রিলে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৯ শিক্ষার্থী নিহত হয়। তারা সবাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিদ্যালয় থেকে ফেরার পথে তাদের ওপর হামলা করা হয়। সেটিই ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা।

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের আম নিতে চায় চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে