X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আইসিসিইউ-তে বুদ্ধদেব ভট্টাচার্য

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৬

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে আইসিসিইউ-তে রেখে তার নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আইসিসিইউ-তে বুদ্ধদেব ভট্টাচার্য
বেশ কিছুদিন ধরেই অসুস্থ বুদ্ধদে ভট্টাচার্য। বৃহস্পতিবার থেকে তা বাড়তে শুরু করে। প্রচণ্ড শ্বাসকষ্ট সঙ্গে রক্তচাপ অত্যধিক নেমে যায়। শুক্রবার তার স্বাস্থ্যের আরও অবনতি হয়। পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিম তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর অ্যাম্বুলেন্সে করে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গেই তাকে আইসিসিইউ-তে ভর্তি করানো হয়। সেখানে সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও কন্যা।

বুদ্ধদেবের যথাযথ চিকিৎসায় পাঁচজনের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা তার শারীরিক পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শ্বাসকষ্ট আগের তুলনায় একটু কমেছে। শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল।

সাবেক মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতি আগের তুলনায় একটু ভালো। তাকে রক্ত দিতে হবে। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, এটাই প্রার্থনা করছি।’ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সিপিএম নেতা মহম্মদ সেলিম টুইট করে বলেন, ‘বুদ্ধদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অযথা দুশ্চিন্তার কারণ নেই। তার শারীরিক অবস্থা চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নতির দিকে।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত