X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আখাউড়া-আগরতলা ট্রেন চালু হবে আগামী বছর: ভারতীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩
image

বাংলাদেশ-ভারতের মধ্যকার আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে। যা আখাউড়ার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাকে সংযুক্ত করবে। বৃহস্পতিবার টুইটারে এ তথ্য জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এর আগে গত বছর (২০১৮) উদ্বোধনের সময় এটা ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে জানানো হয়েছিল। আখাউড়া-আগরতলা ট্রেন চালু হবে আগামী বছর: ভারতীয় মন্ত্রী

২০১৮ সালের ১০ সেপ্টেম্বর সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কোন্নয়নের আশা প্রকাশ করেন রেলওয়ের কর্মকর্তারা। নির্মিতব্য ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৫৭ কোটি টাকা। এর আগে ২০১৬ সালের ৩১ জুলাই একই প্রকল্পের ভারতের আগরতলা অংশে কাজের উদ্বোধন করেন বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক ও ভারতের রেলপথমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে আলোচনার পর  জিতেন্দ্র সিং বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলের জন্য এটা বিরাট সাফল্য। ২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে আগরতলা পর্যন্ত ট্রেন চালু হবে। এ ট্রেন প্রকল্পের নিকটতম অংশের (ভারতের অংশ) অর্থায়ন করবে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। কাজের অগ্রগতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করা হয়েছে।’

ভারতীয় মন্ত্রী বলেন, ‘রিভা গাঙ্গুলির সঙ্গে চলমান অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। অন্য প্রকল্পের সঙ্গে আগরতলা-আখাউড়া রেললাইন প্রকল্প নিয়েও আলোচনা হয়। আলোচনায় বলা হয়, আগামী ২০২০ সালের মধ্যে ওই প্রকল্পটি সম্পন্ন হবে।’

জিতেন্দ্র সিং বলেন, বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করবে এই প্রকল্প। যা দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যা ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে।

/এইচকে/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে