X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর হামলায় ইসরায়েলকে সহায়তা করছে সৌদি বিমান!

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৮
image

সিরিয়া-ইরাক সীমান্তে ইরানের শিয়াপন্থী মিলিশিয়াদের ওপর সাম্প্রতিক বিমান হামলায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ বিমানের যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের আরবি সাইটকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা সূত্র এ তথ্য জানায়। সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার পর ইরানকে দায়ী করার পর তেল আবিবের সঙ্গে ওই হামলায় যোগ দেয় বলে রিয়াদের যুদ্ধ বিমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে পরে পশ্চিমা ওই সূত্রের দাবি অস্বীকার করেছে সৌদি কর্মকর্তারা। ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর হামলায় ইসরায়েলকে সহায়তা করছে সৌদি বিমান!

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-র দুইটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরানের জড়িত রয়েছে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

দ্য ইন্ডিপেন্ডেন্টের আরবি সাইটকে ওই সূত্র জানিয়েছে, সৌদি আরবের যুদ্ধ বিমানগুলো অন্যদের সঙ্গে যুক্ত হয়ে সোমবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলের আলবুকামাল এলাকায় ইরান সমর্থিত মিলিশিয়ার অবস্থান ও আবাসনে বিমান হামলা চালায়। ওই রাতে তাদের চারটি বিমান হামলায় পাঁচ থেকে ১৬ ইরাকি যোদ্ধা নিহত হয়ে থাকতে পারে।

ওই সূত্র জানিয়েছে, সৌদি ও ইসরায়েলি ওই বিমান হামলায় মূলত লক্ষ্য ছিলো ইরানের রেভ্যুলশনারি গার্ড কর্পস’র (আইআরজিসি) কুদস ফোর্সের অবস্থান। দায়েশ (আইএস) বিরোধী বৈশ্বিক জোট ইতোমধ্যে কুদস ফোর্স ও ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যদেরও লক্ষ্যবস্তুতে অন্তর্ভূক্ত করতে শুরু করেছে।

তবে পশ্চিমা ওই সূত্রের দাবি পরে অস্বীকার করেছে সৌদি আরবের কর্মকর্তারা।

 

/এইচকে/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী