X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আমিরাত, নাইজেরিয়া, মিসর ও ইন্দোনেশিয়ার কয়েক শ ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ১৮:৪১আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৬

মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি পেজ, গ্রুপ এবং অ্যাকাউন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের বিভ্রান্ত করার লক্ষ্যে এগুলো সমন্বিত অসদাচারণ করছিল বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফেসবুক মোট ৪৪৩টি ফেসবুক অ্যাকাউন্ট, ২০০টি পেজ ও ৭৬টি গ্রুপ সরিয়ে নেওয়া ছাড়াও ১২৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়ার কথা জানিয়েছে। আমিরাত, নাইজেরিয়া, মিসর ও ইন্দোনেশিয়ার কয়েক শ ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

ফেসবুক জানিয়েছে, এসব অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ বিভ্রান্তিকর পোস্ট ও খবর ছড়াতে তিনটি পৃথক এবং সমন্বিত অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি পরিচালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিসর ও নাইজেরিয়া থেকে। আর অপর দুটি পরিচালিত হয়েছে ইন্দোনেশিয়া ও মিসর থেকে।

এক সময়কার প্রতিদ্বন্দ্বি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখন কিনে নেওয়া ফেসবুক বলছে, এসব অ্যাকাউন্ট ইয়েমেনে আরব আমিরাতের কার্যক্রম, ইরানের পারমাণবিক চুক্তি ও কাতার, তুরস্ক ও ইরানের সমালোচনার মতো বিভিন্ন কন্টেন্ট ছড়ানোর সঙ্গে সম্পৃক্ত ছিল। ফেসবুক ও ইন্সটাগ্রামের এসব অ্যাকাউন্টের প্রায় ৭৫ লাখ ফলোয়ার ছিল।

ফেসবুক আরও জানায়, তাদের আচরণের ওপর ভিত্তি করে এসব অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়েছে। যেসব কন্টেন্ট তারা ছড়িয়েছে তা নিয়ে ফেসবুকের আপত্তি নেই বলেও জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিটি ক্ষেত্রে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা একে অপরের সঙ্গে সমন্বয় করে এবং ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ভুলভাবে উপস্থাপন করেছে’।

এর আগে এই বছর ফেসবুক ইরাক, ইউক্রেন, চীন, রাশিয়া, সৌদি আরব, ইরান, থাইল্যান্ড, হন্ডুরাস ও ইসরায়েলের বেশ কিছু অ্যাকাউন্ট বাতিল করে। অনলাইনে নিপীড়ন ও ভুয়া তথ্য প্রচার ঠেকানোর উদ্যোগের অংশ হিসেবে ফেসবুক এসব পদক্ষেপ নিয়েছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
সর্বশেষ খবর
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক