X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিরিয়াকে অবশ্যই বিদেশি সেনা মুক্ত করতে হবে: পুতিন

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৯:০২আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৯:০৬
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে রক্ষা করতে ও দেশটিতে অবৈধভাবে মোতায়েন সব বিদেশি সেনার উপস্থিতি থেকে মুক্তি দিতে হবে। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের তিনদিন পর ওই মন্তব্য করলেন পুতিন। রুশ সংবাদসংস্থাকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের জন্যও মস্কো প্রস্তুত বলে দাবি করা হয়েছে।

সিরিয়াকে অবশ্যই বিদেশি সেনা মুক্ত করতে হবে: পুতিন

৭ অক্টোবর সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। পরে ৯ অক্টোবরর সিরিয়ার উত্তরাঞ্চলে ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে আঙ্কারা। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্ব দিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। পরে কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় অভিযানে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করে তুরস্ক। এতে তিন শতাধিক ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ অভিযানে ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এতে এক তুর্কি সেনা নিহত হয়েছে। সেনারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে।

পুতিন রুশ সংবাদসংস্থা আরটি’কে জানিয়েছেন, ‘যে কোনও রাষ্ট্রে, বিশেষত সিরিয়ায় যারা (সেনারা) অবৈধভাবে অবস্থান করছে তাদের অবশ্যই এই ভূখণ্ড ত্যাগ করতে হবে। এই বিষয় সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, সিরিয়ার নতুন বৈধ সরকার যদি মস্কোকে তাদের সেনাদের কোনও প্রয়োজন নেই বলে জানায় তাহলে, সিরিয়া ত্যাগ করতে প্রস্তুত রুশ সেনাবাহিনী।

এর আগে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে যে সামরিক অভিযান শুরু করেছে সে ব্যাপারে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আঙ্কারার এমন কোনও কাজ করা উচিত হবে না যার কারণে সিরিয়া সঙ্কটের সমাধান জটিল হয়ে যায়।

দিমিত্রি পেসকভ বলেন, যখন সিরিয়া সংকট সমাধানের জন্য একটি সাংবিধানিক কমিটি গঠন ও ওই কমিটির বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে তখন তুর্কি অভিযানের মতো ঘটনা সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে। এ অবস্থায় তুরস্কের পক্ষ থেকে এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। পেসকভ আরও বলেন, রাশিয়া আশা করে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক সংহতির প্রতি তুরস্ক সম্মান দেখাবে।

বর্তমানে সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় রয়েছে রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার। আর অন্যদিকে এ অঞ্চলে নতুন করে অভিযান শুরু করা তুরস্ক যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ার কৌশলগত মিত্র হতে চলেছে। এমন বাস্তবতায় গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে মস্কো।

/এইচকে/এএ/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ