X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট পেছাতে ইইউ-কে চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ১৫:৪৫আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:০৬

ব্রেক্সিট পেছাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আঞ্চলিক জোটটির প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে তিনি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট স্থগিতের আহ্বান জানিয়েছেন। শনিবার ব্রিটিশ পার্লামেন্ট খসড়া ব্রেক্সিট চুক্তি পেছানোর পক্ষে রায় দেওয়ার পর এ চিঠি পাঠান বরিস জনসন। ব্রেক্সিট পেছাতে ইইউ-কে চিঠি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি জানান, ব্রেক্সিট পরিকল্পনা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান আইন অনুযায়ী ব্রেক্সিট বিলম্বিত করার ব্যাপারে জোটের ২৭ দেশের নেতাকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাজ্যের। কিন্তু নতুন খসড়া চুক্তি নিয়ে শনিবার পার্লামেন্টের ভোটাভুটিতে হেরে যান প্রধানমন্ত্রী বরিস জনসন। পার্লামেন্টে চুক্তির খসড়া সংশোধনীর পক্ষের এমপিরা জয়লাভ করায় জনসনের জন্য ব্রেক্সিট চুক্তি কার্যকরের তারিখ পেছানোর আইনি বাধ্যবাধকতা তৈরি হয়।

উল্লেখ্য, ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী কনজারভেটিভ নেতা বরিস জনসন। নির্বাচিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিবিহীন ব্রেক্সিটেরও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। তবে দীর্ঘ আলোচনা আর নানা নাটকীয়তার পর গত ১৭ অক্টোবর চুক্তির ব্যাপারে ইইউ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছায় বরিস জনসনের সরকার। শনিবার এ চুক্তি বা সমঝোতা পেছানোর পক্ষে রায় দেন ব্রিটিশ পার্লামেন্ট। সে অনুযায়ী ইইউ-এর কাছে ব্রেক্সিট পেছাতে চিঠি দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ