X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

মেক্সিকোয় মাদক পাচারকারীদের আস্তানায় ৪০টি মাথার খুলি উদ্ধার

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৪৯
image

মেক্সিকোর পুলিশ দেশটির এক সন্দেহভাজন মাদক সম্রাটের আস্তানায় অভিযান চালিয়ে অন্তত ৪০টি মাথার খুলি, অনেকগুলো হাড় ও একটি ভ্রুণ উদ্ধার করেছে। রবিবার (২৭ অক্টোবর) কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো সিটির তেপিতো থেকে সন্দেহভাজন মাদক পাচারকারীদের আস্তানার পাশে থাকা একটি কাঁচের পাত্র থেকে ওই খুলিগুলো উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোয় মাদক পাচারকারীদের আস্তানায় ৪০টি মাথার খুলি উদ্ধার

২০০৬ সালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতা বেড়েছে। তখন থেকে দুই লাখেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। নিখোঁজ রয়েছে ৩৭ হাজার মানুষ। এর আগেও ২০১৭ সালের মার্চে ভেরাক্রুজ রাজ্যের একটি গণকবর থেকে ২৫০টি মাথার খুলি উদ্ধার করা হয়। তারও আগে গুয়েরেরো রাজ্যের ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেলে তাদের সন্ধান করতে গিয়ে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায় ওই রাজ্যে। পরে চলতি বছরের ৬ সেপ্টেম্বর এমন আরও একটি গণকবরের সন্ধান পায় কর্তৃপক্ষ।

মেক্সিকো শহরের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রকাশিত ছবিতে দেখা গেছে, মাথার খুলিগুলো একটি বেদীর চারপাশে সাজানো রয়েছে। বেদীর পেছনে ক্রুশ দ্বারা চিহ্নিত যেখানে শিংযুক্ত কাঠের মুখোশ দিয়ে সাজানো। বেদীর ডান পাশের দেয়াল বিভিন্ন প্রতীক দিয়ে চিত্রিত। যাতে হাত, স্বর্গীয় দেহ ও দুই শিংয়ের মাঝখানে ছয় কোনাকৃতির ছাগলের মাথা দিয়ে সজ্জিত পিরামিড রয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, অন্তত ৪২টি মাথার খুলি পাওয়ার বিষয়ে এখনও তদন্ত করছে কর্তৃপক্ষ। তদন্তকারীরা ছুরি, ৪০টি চোয়ালের হাড়, একটি ভ্রুণ এবং ৩০টি পা ও হাতের হাড় উদ্ধার করেছেন। তবে ভ্রুণটি মানুষের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির রাজধানী মেক্সিকো সিটির উত্তরে অবস্থিত তেপিতো। এটি অবৈধ বাণিজ্যিক ও মাদক কার্যক্রমের চারণভূমি হিসেবে পরিচিত। এখানে মঙ্গলবার (২২ অক্টোবর) অভিযান চালিয়ে অবৈধ মাদক চোরাচালানকারী সন্দেহে ৩১ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের ২৭ জনকে মুক্তি দেয় আদালত।

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
মেক্সিকোতে নির্বাচনি প্রচারণা মঞ্চ ধসে নিহত ৯
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
সর্বশেষ খবর
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ