X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে 'নির্বাক’ মমতার কবিতা

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৯, ২২:৫২আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২২:৫৬
image

ভারতের অযোধ্যার বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ কবিতায় অযোধ্যা, বাবরি মসজিদ ও সুপ্রিম কোর্ট এ শব্দগুলো উল্লেখ করেননি তিনি। আগেই তৃণমূলের নেতাদের এ স্পর্শকাতর বিষয়ে কথা না বলতে নিষেধ করেছিলেন মমতা। তারা কথা রেখেছেন। তবে রায়ের পর দিনশেষে কবিতা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে 'নির্বাক’ মমতার কবিতা

শনিবার ভারতের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ে বিরোধপূর্ণ ওই ভূমিতে হিন্দুদের জন্য মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয় এবং সেটা তদারকির জন্য একটি ট্রাস্ট গঠনের কথা বলা হয়। এর পরিবর্তে মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অযোধ্যারই অন্য কোনও স্থানে ৫ একর ভূমি বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

আদালতের রায়ের তিন দিন আগে তপসিয়ায় তৃণমূল ভবনে দলের বৈঠক ডেকে দিদি বলেছিলেন, ‘অযোধ্যা রায় স্পর্শকাতর বিষয়। রায় ঘোষণার পর কেউ এ বিষয়ে কথা বললেন না।’ শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণার পর দেখা গেল তৃণমূলের নেতারা কথা রেখেছেন। কেউ কোনও মন্তব্য করেননি। তবে লিখে প্রকাশ করেছেন মমতা। কবিতায় মূল কথা হল—‘অনেক সময় কথা না বলেও অনেক কথা বলা যায়।’

পড়ুন সেই কবিতা:

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে 'নির্বাক’ মমতার কবিতা

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাবরি মসজিদ ইস্যুতে তৃণমূল কিছুটা উভয় সংকটে আছে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালে সংখ্যাগুরুরা খুশি হবেন তবে সংখ্যালঘুদের ‘অন্য’ বার্তা যাবে। বড় কথা হল, বাংলায় সংখ্যালঘু ভোটব্যাংকই তৃণমূলের অন্যতম রাজনৈতিক পুঁজি। তাই রায়কে স্বাগত জানানো তৃণমূলের পক্ষে রাজনৈতিক ভাবে ঝুঁকিপূর্ণ। তা ছাড়া তৃণমূল হয়তো এও বুঝতে পারছে, এ রায়কে স্বাগত জানিয়ে কোনও বাড়তি রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে না। এর পরেও উগ্র হিন্দু ভোট বিজেপির দিকেই থাকবে। তাই চুপ থাকলে উদার হিন্দু ভোট এবং সংখ্যালঘু শ্রেণি-এই দুই অংশকেই পাশে পাওয়ার আশা থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কৌশলগত অবস্থান নিয়েছেন, তখন বিজেপি তাকে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়তে চায়নি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, কোনও ভাল জিনিস ভালভাবে দেখতে পারে না তৃণমূল। তা সে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা কাশ্মিরে ৩৭০ ধারা প্রত্যাহার। কারণ, তৃণমূলের তোষণের রাজনীতি করার তাগিদ রয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত