X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানে তীব্র বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২১:৪২

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানে সিরজান শহরে শুক্রবার রাতভর তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিন কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানে তীব্র বিক্ষোভ
শুক্রবারের সরকারি ঘোষণায় লিটার প্রতি রেশনের পেট্রোলের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল করার কথা জানায় কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোলের প্রয়োজন পড়লে লিটার প্রতি দাম পড়বে ৩০ হাজার রিয়াল।

সরকারের ওই ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। মাশহাদ, কেরমান, তেলসমৃদ্ধ খুজেস্তানসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। তবে বিক্ষোভের তীব্রতা বেশি ছিল সিরজান শহরে। সেখানে রাতভর প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয় বিক্ষুব্ধ ইরানিরা। বিক্ষোভকালে উত্তেজিত জনতা একটি জ্বালানির গুদামে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আবাদি। একজন নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়নি। ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন কি-না তা জানতে তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি এমনিতেই চাপের মুখে রয়েছে। দৃশ্যত এ সংকট কাটাতেই সরকারি রেশন কাটছাঁটের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আর এ ঘোষণার রাতেই রক্তাক্ত হয় সিরজানের রাজপথ। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া