X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইরানের সঙ্গে বর্ডার ক্রসিং বন্ধ করে দিলো ইরাক

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ২২:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৪৬

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানজুড়ে তীব্র বিক্ষোভের মুখে দেশটির সঙ্গে থাকা দুই বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। শুক্রবার ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর শনিবার এ সিদ্ধান্ত নেয় ইরাকি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইরানের সঙ্গে বর্ডার ক্রসিং বন্ধ করে দিলো ইরাক
প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্তৃপক্ষের অনুরোধে শনিবার এ সিদ্ধান্ত নেয় ইরাকি বর্ডার পোর্টস কমিশন। ক্রসিং দুইটি শুধু লোকজনের চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ইরাকি বর্ডার পোর্টস কমিশন-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি নাগরিকদের ইরান সফর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানে সিরজান শহরে শুক্রবার রাতভর তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিন কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

শুক্রবারের সরকারি ঘোষণায় লিটার প্রতি রেশনের পেট্রোলের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল করার কথা জানায় কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোলের প্রয়োজন পড়লে লিটার প্রতি দাম পড়বে ৩০ হাজার রিয়াল। সরকারের ওই ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। মাশহাদ, কেরমান, তেলসমৃদ্ধ খুজেস্তানসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। তবে বিক্ষোভের তীব্রতা বেশি ছিল সিরজান শহরে। সেখানে রাতভর প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয় বিক্ষুব্ধ ইরানিরা। বিক্ষোভকালে উত্তেজিত জনতা একটি জ্বালানির গুদামে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতিতেই লোকজনের চলাচলের জন্য বর্ডার ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নেয় ইরাক। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই