X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চুক্তির প্রতিশ্রুতি পূরণ করেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া: তুরস্ক

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ১৩:০৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:২০

তুরস্কের সীমান্তবর্তী উত্তর সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আঙ্কারার চুক্তি রয়েছে। তবে দেশ দুটি এ চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। সোমবার এমন অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। চুক্তির প্রতিশ্রুতি পূরণ করেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া: তুরস্ক
পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট সংক্রান্ত কমিটিতে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র ও রাশিয়া) কি চুক্তির আওতায় যা যা প্রয়োজন; সেগুলো পূরণ করেছে? না, এখন পর্যন্ত তারা এটি করেনি। কিন্তু তাদের এটি করা উচিত।

সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় আঙ্কারার অভিযান নিয়ে তিনি বলেন, এ থেকে যদি কোনও ফল না আসে তাহলে আমরা যেমন আগে যেমন অভিযান চালিয়েছি; এখনও সেখানে যা প্রয়োজন সেটাই করবো। সন্ত্রাসীদের কবল থেকে অঞ্চলটিকে মুক্ত করা ছাড়া তুরস্কের হাতে আর কোনও বিকল্প নেই। আমাদের অবশ্যই সন্ত্রাসী হুমকি নিশ্চিহ্ন করে দিতে হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সম্মান রয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর আগে দামেস্ককে বিষয়টি জানানো হয়েছিল।

২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার তুর্কি সীমান্ত এলাকা থেকে সশস্ত্র কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। দীর্ঘ বিতর্কের একপর্যায়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এ অভিযান শুরু করে আঙ্কারা। পরে ২০১৭ সালের এক চুক্তির আওতায় অঞ্চলটিতে তুর্কি সামরিক উপস্থিতি বজায় রাখার ব্যাপারে রাশিয়া ও ইরানের সঙ্গে সমঝোতা হয় তুরস্কের। চুক্তি অনুযায়ী সেখান থেকে কুর্দি বিদ্রোহীদের সরিয়ে সেখানে একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করা হয়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
ডনেস্কের একটি গ্রাম দখল করলো রাশিয়া
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ