X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জনসনের জয়ে আতঙ্কিত ব্রিটিশ মুসলিমরা

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৩০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২৩:১৫
image

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির বড় জয়ের ফলে দেশজুড়ে ইসলামভীতি (ইসলামোফোবিয়া) বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) নির্বাচনে তাদের নিরঙ্কুশ জয়ের পর এক বিবৃতিতে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)এই আশঙ্কা প্রকাশ করে। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে, জনসন মুসলিমদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ থেকে তার দলকে বের করে আনবেন এবং সব ব্রিটিশ নাগরিককে সমান চোখে দেখবেন।

জনসনের জয়ে আতঙ্কিত ব্রিটিশ মুসলিমরা

নভেম্বরেই এমসিবি বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, ‘দেশটিতে যে ইসলাম বিদ্বেষ রয়েছে সেটি তিনি পুরোপুরি নাকচ করে দিচ্ছেন এবং সে ব্যাপারে শঠতার আশ্রয় নিচ্ছেন।’ তাদের অভিযোগ বরিস জনসনের দল ‘ইসলাম বিদ্বেষ’কে বৈধতা দিয়েছে,  তা বাড়তে সাহায্য করেছে এবং এই ধারার বর্ণবাদ নির্মূল করার জন্য সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এরআগে জনসন এক প্রবন্ধে বোরকাকে 'নিপীড়নমূলক' পোশাক আখ্যা দিয়েছিলেন। নির্বাচনে সেই জনসনের নিরঙ্কুশ জয়ের পর কনজারভেটিভ পার্টির মুসলিমবিরোধী কর্মকাণ্ড স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে এমসিবি। নির্বাচনি প্রচারের সময় উত্থাপিত অভিযোগের ব্যাপারে দলকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া ব্যাপকভাবে শুরু করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায় ওই সংগঠন।

শুক্রবার নির্বাচনের ফল প্রকাশের পর এক বিবৃতিতে এমসিবির সেক্রেটারি জেনারেল হারুন খান বলেন, ‘জনসন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তবে এতে দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন পার্টির ধর্মীয় গোঁড়ামির বিষয়টি আমরা নির্বাচনি প্রচারের সময়ও দেখেছি। ওই ইসলামভীতির বিষয়ে আমরা উদ্বিগ্ন। জনসনের হাতে ব্যাপক ক্ষমতা ন্যস্ত হয়েছে। আমরা প্রার্থনা করি, সব ব্রিটিশের জন্য যেন এটা দায়িত্বশীলভাবে পালন করা হয়।’

২০১৯ সালের নির্বাচনি প্রচারকে সবচেয়ে ‘বিভাজনমূলক জীবন্ত স্মৃতি’ উল্লেখ করে ওই সংগঠন বলছে, ‘আমরা ভাবতে চাই যে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ এক জাতি গঠনের ওপর জোর দিয়েছেন। আমরা আন্তরিকভাবে এটাই আশা করি। আমরা দেশকে পরিশুদ্ধ করতে এবং সম্প্রদায়গুলোর মধ্যে একতা আনতে আমাদের প্রচেষ্টা অবশ্য জোরালো করবো।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থির বিরুদ্ধে অভিযোগ গঠন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
তুর্কমেনিস্তান ম্যাচের পর পুরোদমে আনন্দ-উৎসব করবে বাংলাদেশ
তুর্কমেনিস্তান ম্যাচের পর পুরোদমে আনন্দ-উৎসব করবে বাংলাদেশ
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
কমিক বইয়ের ভবিষ্যদ্বাণী, জাপানে আতঙ্কিত পর্যটকরা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’