X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘চীনকে অবশ্যই আমাদের প্রতি সম্মান দেখাতে হবে’

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ১৪:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:২০
image

তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, চীনকে বাস্তবতার মুখোমুখি হওয়া দরকার। তাদের অবশ্যই তাইওয়ানের প্রতি সম্মান দেখাতে হবে। ১১ জানুয়ারি দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর বিবিসি’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

‘চীনকে অবশ্যই আমাদের প্রতি সম্মান দেখাতে হবে’

চীন বরাবরই তাইওয়ানের ওপর তাদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। দেশটির ওপর প্রয়োজনে বল প্রয়োগ করার অধিকারও বেইজিংয়ের রয়েছে বলে দাবি করে চীন। এমন পরিস্থিতিতে বিবিসি’র সঙ্গে আলাপকালে বেইজিংয়ের পক্ষ থেকে আসা ক্রমবর্ধমান হুমকির প্রতি আলোকপাত করেন সাই ইং ওয়েন।

মঙ্গলবার বিবিসি’র খবরে বলা হয়, চীনবিরোধী হিসেবে পরিচিত তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, নিঃসন্দেহে আপসের কোনও প্রয়োজন নেই।

তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের আলাদা করে স্বাধীনতা ঘোষণার কোনও প্রয়োজন নেই। ইতোমধ্যেই আমাদের দেশ স্বাধীন। আমরা এটাকে ‘দ্য রিপাবলিকান অব চায়না, তাইওয়ান’ নামে ডাকি।

তাইওয়ানকে চীনের নিজস্ব ভূখণ্ড মনে করে বেইজিং। তবে একক চীনের ধারণাকে আপসকামিতা হিসেবে বিবেচনা করে তাইওয়ানের নাগরিক সমাজের উল্লেখযোগ্য অংশ।

অভিযোগ রয়েছে, প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে জোর করে দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

শনিবার ঘোষিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, মোট প্রদত্ত ভোটের ৫৭ দশমিক ১ শতাংশ পেয়ে নির্বাচিত হয়েছেন ৬৩ বছরের সাই ইং ওয়েন। একক চীনের ধারণার জন্য তাইওয়ানবাসী যে আগ্রহী নয়, তার জয়ে বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে।

সাই ইং ওয়েন বলেন, ‘পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’ বাস্তবতার পরিবর্তন বলতে তিনি চীনকে বুঝিয়েছেন।

তিনি বলেন, গত তিন বছরের বেশি সময় ধরে আমরা দেখছি বেইজিং অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। এই দ্বীপ রাষ্ট্রের চারপাশে তাদের বিমানবাহী রণতরী ও সামরিক জাহাজ মোতায়েন করেছে।

সাই ইং ওয়েন বলেন, আমাদের একটি স্বাধীন পরিচয় আছে। স্বতন্ত্র একটি দেশ আছে। কেউ মোকাবিলা করতে এলে আমরা তাদের চ্যালেঞ্জ জানাবো। জানিয়ে দেবো, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

/এইচকে/এমপি/এমওএফ/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে