X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পারমাণবিক অস্ত্র থাকলে দেশ সুরক্ষিত থাকবে: ইরানি এমপি

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ১৭:৩২আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৮:১১

পারমাণবিক অস্ত্র থাকলে দেশ সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন ইরানের একজন এমপি। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমন দাবি করেন তিনি। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম আইএসএনএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রাতিবেদনে ওই এমপি-র নাম উল্লেখ করা হয়নি। পারমাণবিক অস্ত্র থাকলে দেশ সুরক্ষিত থাকবে: ইরানি এমপি
ইরানের অপ্রচলিত পারমাণবিক বোমাসহ ক্ষেপণাস্ত্র তৈরি করা উচিত বলেও মন্তব্য করেন এই রাজনীতিক।

তিনি বলেন, আজ যদি আমাদের পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে আমরা হুমকির হাত থেকে রক্ষা পেতাম। ফলে আমাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে নজর দেওয়া উচিত। এটি আমাদের স্বাভাবিক অধিকার।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই তেহরানকে পারমাণবিক অস্ত্র বিস্তারের চেষ্টার জন্য অভিযুক্ত করে আসছে। তবে ইরানি নেতারা বরাবরই পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ লক্ষ্যেই তেহরান তার পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে।

এমন সময়ে ইরানের পার্লামেন্টে পারমাণবিক অস্ত্র নিয়ে দাবি উঠলো যার একদিন আগেই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সোমবার এক সাক্ষাৎকারে জারিফ বলেন, তার দেশের পরমাণু কর্মসূচির বিষয়টি আবারও নিরাপত্তা পরিষদে তোলা হলে তেহরান এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে।

২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন তেহরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানায়। তারা ঘোষণা দেয়, এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রকে ছাড়াই তা বাস্তবায়ন করা হবে।

২০১৯ সালের ৮ মে তিন ইউরোপীয় দেশের বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেয় ইরান। পরে আরও চার দফায় আরও কিছু ধারার বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দেয় তেহরান।

/এমপি/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের