X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইরানের হামলায় মস্তিষ্কে আঘাত পেয়েছেন অর্ধশত মার্কিন সেনা : পেন্টাগন

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১০:০৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:৪৬

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ জন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল থমাস ক্যাম্পবেল এক বিবৃতিতে এ  তথ্য জানিয়েছেন। ইরানের হামলায় মস্তিষ্কে আঘাত পেয়েছেন অর্ধশত মার্কিন সেনা : পেন্টাগন
বিবৃতিতে বলা হয়, মস্তিষ্কে আঘাত পাওয়া সেনাদের মধ্যে ৩১ জন ইরাকে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তারা কাজে যোগ দিয়েছেন।

এর আগে গত ২৪ জানুয়ারি পেন্টাগন জানিয়েছিল, ইরানের হামলার ঘটনায় ইরাকে মার্কিন ঘাঁটিতে দায়িত্বরত ৩৪ সেনার মস্তিষ্কে আঘাত শনাক্ত করা হয়েছে। এর চারদিনের মাথায় আঘাতপ্রাপ্ত সেনার সংখ্যা ৫০ উল্লেখ করে পুনরায় বিবৃতি দেওয়া হলো। অর্থাৎ, নতুন করে আরও ১৬ সেনা সদস্যের মস্তিষ্কে আঘাত শনাক্ত করা হয়েছে। তবে এ দফায় শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১৫ জনই কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল থমাস ক্যাম্পবেল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে ৮ জানুয়ারি সকালে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। সেই সময় ইরানের পক্ষ থেকে মার্কিন সেনা হতাহতের কথা বলা হলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তবে এর কিছুদিনের মধ্যেই সেনাদের মস্তিষ্কে আঘাত পাওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর।

এ বিষয়ে জানতে চাওয়া হলে গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি শুনেছি তাদের মাথাব্যথা এবং অন্য কিছু সমস্যা রয়েছে। তবে আমি এটা বলতে পারি এগুলো ততটা গুরুতর সমস্যা নয়।’ পেন্টাগন অবশ্য নিশ্চিত করেছে, ইরাকে আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের ওই হামলায় কোনও মার্কিন নাগরিকের মৃত্যু হয়নি।

প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হোফম্যান সাংবাদিকদের জানিয়েছেন, আঘাতপ্রাপ্ত সেনাদের মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাঠানো হয়েছে। সূত্র: এনবিসি নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া