X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘দোহাই, আমার মেয়েকে যেতে দিন’

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রাণকেন্দ্র হুবেই প্রদেশের বাসিন্দা ৫০ বছর বয়সী কৃষক লু ইয়োজিন। তার ২৬ বছর বয়সী মেয়ে হু পিং ব্লাড ক্যান্সারে ভুগছে। দ্বিতীয় দফায় কেমোথেরাপি নেওয়ার সময় হয়েছে তার। উহান শহরের হাসপাতালে না নিতে পারায় তাকে যেতে হবে পাশ্ববর্তী জিয়াং জি প্রদেশের জুইজিয়াং শহরে। তবে হুবেই প্রদেশের ইয়াংতে নদীর সেতুর পুলিশি চেকপোস্টে শনিবার আটকা পড়েন তারা। বাবা লু আকুতি করেন, ‘দোহাই, আমার মেয়েকে যেতে দিন’। ‘দোহাই, আমার মেয়েকে যেতে দিন’

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ৩১টি প্রদেশের সবগুলোতে। এর জেরে হুবেই প্রদেশকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। নাগরিকদের প্রদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।

ক্যান্সার আক্রান্ত মেয়েকে নিয়ে শনিবার ইয়াংতে নদীর সেতুর ওপর পুলিশি চেকপোস্টে পৌঁছান লু ইয়োজিন। কম্বলে মুড়ে মেয়েকে রাস্তার পাশে বসিয়ে রেখে অশ্রুসজল চোখে পুলিশের কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইতে থাকেন তিনি। বলতে থাকেন, ‘আমাকে যেতে দেওয়ার দরকার নেই, আমার মেয়েকে যেতে দিন। আমার মেয়ের জুইজিয়াংয়ের হাসপাতালে যাওয়ার দরকার।’ তিনি বলেন, ‘তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার, তবে তারা (পুলিশ) যেতে দিচ্ছে না’। ‘দোহাই, আমার মেয়েকে যেতে দিন’

তবে লাউডিস্পকারের তীব্র শব্দে ক্ষীণ হয়ে ফিরে আসতে থাকে লু ইয়োজিনের আবেদন। রেকর্ড করা এক বিবৃতি প্রচার হতে থাকে ওই স্পিকারে। যাতে বলা হতে থাকে হুবেই প্রদেশের বাসিন্দাদের জুইজিয়াংয়ে প্রবেশের অনুমতি নেই।

ভাইরাস ঠেকানোর প্রচেষ্টা হিসেবে ওই সেতু বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। গত কয়েক দিনে বহু মানুষ ওই সেতু পার হওয়ার চেষ্টা করেছে। তবে ২৪ জানুয়ারির আগে প্লেন অথবা বাসের টিকিট কেনা থাকলে কেবলমাত্র বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন কেউ কেউ। তবে এরপরে যারা সেই চেষ্টা করেছেন তারা সফল হননি।

পুলিশের কাছে বারবার অনুরোধ করে ব্যর্থ লু ইয়োজিন সেখানে থাকা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিনিধির সঙ্গে কথা বলেন। এর প্রায় ঘণ্টাখানেক পর উদ্যোগ নেয় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা। ফোন করার পর একটি অ্যাম্বুলেন্স এসে লু ইয়োজিন ও তার মেয়েকে নিয়ে যায়। ‘দোহাই, আমার মেয়েকে যেতে দিন’

/জেজে/বিএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
সর্বশেষ খবর
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট