X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চীনের বিকল্প হিসেবে মরক্কো, তুরস্কের দিকে ঝুঁকছে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৬

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইতোমধ্যেই দেশটির বহু কারখানা ও দফতরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভেঙে পড়ার উপক্রম হয়েছে পণ্য সরবরাহ ব্যবস্থা। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ করে খাদ্যপণ্যের জন্য চীনের বিকল্প হিসেবে মরক্কো ও তুরস্কের মতো দেশগুলোর দিকে ঝুঁকছে মস্কো। বুধবার রাশিয়ার ফুড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান দিমিত্রি ভোস্ট্রিকভ এ তথ্য জানান। রুশ সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। চীনের বিকল্প হিসেবে মরক্কো, তুরস্কের দিকে ঝুঁকছে রাশিয়া
দিমিত্রি ভোস্ট্রিকভ জানান, এই মুহূর্তে চীন থেকে রাশিয়ায় শাকসবজি, ফলমূল ও সামুদ্রিক খাবার রফতানির পরিমাণ কমে যাচ্ছে। তবে মরক্কো ও তুরস্কের মতো দেশগুলো সহজেই চীনের ঘাটতি পূরণ করতে পারে।

করোনা ভাইরাসে ব্যাপক প্রাণহানির ঘটনায় ইতোমধ্যেই অনেক দেশ চীন থেকে পণ্য আমদানি স্থগিত করেছে।

দিমিত্রি ভোস্ট্রিকভ জানান, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তার দেশ চীনের কাছ থেকে ৩৭০ মিলিয়ন ডলারের শাকসবজি আমদানি করেছে। আমদানিকৃত শাকসবজির পরিমাণ চার লাখ ৫৩ হাজার টন। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইসরায়েল ও তুরস্ক।

এদিকে নিজেদের চীনা কারখানার কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস। দেশটিতে করোনা ভাইরাসে প্রাণহানি প্রায় ৫০০-তে পৌঁছানোর পর বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এয়ারবাসের ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্টটি চীনের তিয়ানজিয়ানে অবস্থিত। সাময়িকভাবে ওই প্ল্যান্টটির কার্যক্রমই বন্ধ করে দিয়েছে এয়ারবাস।

ইউরোপের একাধিক দেশের মালিকানাধীন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস ১৯৭০ সালের ১৮ ডিসেম্বরে এটি কার্যক্রম শুরু করে। ২০১৭ সালে মার্কিন কোম্পানি বোয়িংয়ের চেয়ে ভালো ব্যবসা করে প্রতিষ্ঠানটি।

বুধবার প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, এয়ারবাস ক্রমাগতভাবে পরিস্থিতি মূল্যায়ন করে। উৎপাদন ও বিতরণে যে কোনও সম্ভাব্য প্রভাবের ওপর নজর রাখে। প্রয়োজনে বিকল্প পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হবে।

এর আগে চীনের মূল ভূখণ্ডে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের সব অফিসিয়াল শোরুম ও কর্পোরেট কার্যালয় বন্ধের ঘোষণা দেয় আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ সতর্কতা ও শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা চীনে অবস্থিত অ্যাপলের কর্পোরেট অফিস, শোরুম ও যোগাযোগ কেন্দ্রগুলো বন্ধ রাখছি।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। দ্রুত এটি দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে ইতোমধ্যেই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ২৪ হাজারেরও বেশি মানুষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু চীনের উহান শহরেই আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। দেশটি প্রকৃত পরিস্থিতি গোপন করছে।

এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর চীনা কারখানা ও দফতরগুলো। এরই মধ্যে অনেক কোম্পানি তার কর্মীদের বাসায় থেকে কাজ করতে এবং অপ্রয়োজনীয় ব্যবসায়িক ভ্রমণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস ইতোমধ্যেই চীনের ৩১টি প্রদেশের সবগুলোতে ছড়িয়ে পড়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সর্বশেষ খবর
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে