X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২০, ১৭:১৪আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৭:২১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং দেশটির বেশ কয়েক জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের স্বাস্থ্যহানি ঘটাতে যুক্তরাষ্ট্রে কোকেইন পাঠানোর অভিযোগ আনা হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) মার্কিন অ্যাটর্নি জেনারেল এই অভিযোগ ঘোষণা করেন। মাদুরোকে গ্রেফতার সংক্রান্ত তথ্যের জন্য দেড় কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে দেশ দুটির মধ্যে উত্তেজনা জোরালো হবে।   ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ যুক্তরাষ্ট্রের   

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই দুর্নীতি ও নৃশংস শাসনের অভিযোগ করে আসছে ওয়াশিংটন। তবে বরাবরই ওই অভিযোগ অস্বীকার করছে ভেনেজুয়েলা। গত বছর দেশটির বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলে তাকে সমর্থন দেয় ওয়াশিংটন। এছাড়া দেশটির তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞাসহ নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র। মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন সেই ধারাবাহিক চাপের অংশ বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলার নাগরিকেরা একটি স্বচ্ছ, দায়িত্বশীল ও প্রতিনিধিত্বশীল সরকার পাওয়ার যোগ্য যারা জনগণের প্রয়োজন মেটাবে… অবৈধ মাদক পাচারের জড়িত থাকবে না’।

নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ট ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ঘোষণা করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি বলেন কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশে আমেরিকান জনগোষ্ঠীকে বিপর্যয়ে ফেলে দিতে যুক্তরাষ্ট্রে কোকেইন পাঠাচ্ছে মাদুরো। এছাড়া ফার্ক বিদ্রোহীরা ভেনেজুয়েলাকে নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। এছাড়া পৃথক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ভেনেজুয়েলার একটি বিমান ঘাঁটি থেকে মাদক বোঝাই বিমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিজা। এদিকে পৃথক এক টুইট বার্তায় নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া ভেনেজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

/জেজে/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?