X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাবার শেষকৃত্যে যোগ দেবেন না যোগী আদিত্যনাথ

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ০০:২২আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১১:৩০

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিংহ বিস্ত মারা গেছেন। সোমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার উত্তরাখন্ডের পাউরি জেলায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তবে করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় নিয়োজিত থাকার দাবি করে বাবার শেষকৃত্যে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন যোগী আদিত্যনাথ। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজের মা ও আত্মীয়দের শারীরিক দূরত্বের বিধান মেনে শেষকৃত্য পালনের আহ্বান জানিয়েছেন তিনি। এক বৈঠকের মাঝেই বাবার মৃত্যুর খবর পান যোগী আদিত্যনাথ

কিডনি জটিলতা নিয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হন ৭১ বছর বয়সী আনন্দ সিংহ বিস্ত। সোমবার সকালে মৃত্যুর পর তার মরদেহ নিজ গ্রাম উত্তরাখন্ডের পাউরি জেলায় নিয়ে যাওয়া হয়। উত্তর প্রদেশের এক সিনিয়র কর্মকর্তা টুইট বার্তায় জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত এক বৈঠকের মাঝে নিজের বাবার মৃত্যুর সংবাদ জানতে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে যোগী আদিত্য নাথ বলেন, ‘বাবার মৃত্যুর খবর পেয়ে আমি খুবই দুঃখ পেয়েছি। বাবা আমাকে সবসময়ই বিশ্বস্ত, পরিশ্রমী আর নিঃস্বার্থ হওয়ার শিক্ষা দিয়েছেন। শেষ মুহূর্তে তার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু উত্তর প্রদেশের ২৩ কোটি মানুষকে রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে তা পারিনি। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপিত লকডাউনের কারণে আগামীকাল (মঙ্গলবার) তার শেষকৃত্যেও থাকতে পারবো না। শেষকৃত্যে যোগ দেওয়ার সময় লকডাউনের নিয়মকানুন মেনে চলতে আমি আমার মা এবং আত্মীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি। লকডাউন শেষ হলে আমি সেখানে উপস্থিত হবো।’

যোগী আদিত্যনাথের বাবার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, কমল নাথের মতো রাজনৈতিক নেতারা। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও শোকপ্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী এক টুইট বার্তায় লেখেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিতনাথের বাবা শ্রী আনন্দ সিংহ বিস্তজির মৃত্যুতে আমার গভীর সমবেদনা জানাই। ঈশ্বর আপনার পরিবারকে এই শোকের সময় যন্ত্রণা সহ্য করার শক্তি দিন।’

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ১৪ জনের। সারা দেশে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচশো।

/জেজে/বিএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ