X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সেপ্টেম্বরে ফের শুরু হবে অ্যাসাঞ্জের প্রত্যর্পণ মামলার শুনানি

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২০, ০২:০৮আপডেট : ০৫ মে ২০২০, ০৯:৩৬

বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কিনা সেই সংক্রান্ত মামলার শুনানি আগামী সেপ্টেম্বরে ফের যুক্তরাজ্যের আদালতে শুরু হবে। সোমবার লন্ডনের একটি আদালত এই রুল জারি করেছে। করোনাভাইরাসের মহামারির কারণে এই মামলার শুনানি স্থগিত রাখা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরে ফের শুনানি শুরুর কথা জানানো হলেও আদালত সুনির্দিষ্ট তারিখ ও সময় জানায়নি। উইকিলিকসের সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগে ট্রাম্প প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতে চায়। এসব অভিযোগের বিচার করতে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কিনা সে সংক্রান্ত একটি মামলার বিচার চলছে ব্রিটিশ আদালতে।

গত সপ্তাহে ব্রিটিশ বিচারক ভেনেসা বারাইতসার জানান, করোনাভাইরাসের বিস্তাররোধে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা থাকায় এই মাসে অ্যাসাঞ্জের মামলার শুনানি শুরু করা সম্ভব হবে না। সোমবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এক শুনানিতে আদালত সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়। তবে আদালতের এক মুখপাত্র জানান, পরবর্তী শুনানির নির্দিষ্ট তারিখ ও সময় এখনও চূড়ান্ত হয়নি।

করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা থাকায় সোমবার ওই শুনানি সরাসরি শোনার সুযোগ পাননি সাংবাদিকেরা। এছাড়া মামলার শুনানিতে কারাগার থেকে নিয়মিত ভিডিও লিঙ্কের মাধ্যমে অ্যাসাঞ্জ যুক্ত থাকলেও সোমবার সেই সুযোগ পাননি তিনি। তার আইনজীবীরা জানিয়েছেন, ভিডিও লিঙ্কে যুক্ত থাকার মতো অবস্থাতে নেই তিনি।

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত বছরের ১১ এপ্রিল রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন তিনি।

গত সপ্তাহে জুলিয়ান অ্যাসাঞ্জের কারামুক্তি চেয়ে আবেদন করেন তার জীবনসঙ্গী স্টেলা মরিস। বেলমার্শ কারাগারে অ্যাসাঞ্জ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন,এমন আশঙ্কা জানিয়ে তার জামিনের জন্য আবেদন করেছেন তিনি। একইসঙ্গে স্টেলা প্রথমবারের মতো প্রকাশ করেছেন, তার ও অ্যাসাঞ্জের দুটি সন্তান রয়েছে। তাদের একজনের বয়স তিন বছর, অপরজনের এক বছর।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প