X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তবুও লাদাখে সড়ক পরিকল্পনা এগিয়ে নিতে চায় ভারত

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২০, ০৩:১৩আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৪০

প্রাণঘাতী সংঘাতের পর উত্তেজনা নিরসনে চীন ও ভারত আলোচনা চালিয়ে গেলেও লাদাখ সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিতে চাইছে দিল্লি। গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো দুই দেশের সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর থাকা অবকাঠামো পর্যালোচনা করেছেন ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) সঞ্জিব কুমার। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এর মধ্য দিয়ে নিজেদের পরিকল্পনা এগিয়ে নিতে ভারত সরকারের জোরালো মনোভাব প্রতিফলিত হয়েছে। তবুও লাদাখে সড়ক পরিকল্পনা এগিয়ে নিতে চায় ভারত

গালওয়ান উপত্যকার মধ্য দিয়ে লাদাখ অঞ্চলে সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণের ওপর গত বেশ কিছু দিন ধরেই জোর দিয়েছে ভারত। ধারণা করা হচ্ছে মূলত এই কারণে ওই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে চীন। আর এনিয়ে উত্তেজনার এক পর্যায়ে গত সংঘাতে জড়ায় দুই দেশের সেনা সদস্যরা। এতে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। অপরদিকে চীনা পক্ষের হতাহতের সংখ্যা স্পষ্ট নয়।

চীন-ভারত পরিস্থিতির ওপর নজর রাখা বেশির ভাগ বিশেষজ্ঞ মনে করেন, বর্তমানে দুই দেশের সীমান্তে উত্তেজনার বড় কারণ হলো পরিবহন সংযোগ বাড়াতে ভারত সরকার সড়ক ও বিমানঘাঁটির উন্নয়ন করেছে। এতে করে নিয়ন্ত্রণ রেখার নিজেদের অংশে থাকা চীনের অবকাঠামোগত শ্রেষ্ঠত্ব সংকুচিত হয়ে পড়েছে। ভারত সম্প্রতি দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত একটি সড়ক নির্মাণ শেষ করেছে। এতে গালওয়ান উপত্যকায় ভারতের প্রতিরক্ষা উন্নত হয়েছে। ওই এলাকায় আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে ভারত সরকার।

এসব অবকাঠামো পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক প্রসঙ্গে ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে পিছিয়ে পড়ায় আমাদের লক্ষ্য ছিল চলমান প্রকল্পের গতি বাড়ানো। তিনি বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে ওই অঞ্চলে ৩২টি কৌশলগত সড়ক ২০১৯ সালে নির্মাণ হওয়ার কথা ছিল। ছাড়পত্র পাওয়া সংক্রান্ত ইস্যু ছিল সেকারণে বৈঠকের মূল মনোযোগ ছিল এসব বাধা অপসারণ করা।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা