X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুই শতাধিক ফিলিস্তিনিকে বাড়িছাড়া করার পরিকল্পনা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২০, ২১:০০আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:০৬

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দুই শতাধিক ফিলিস্তিনিকে বাড়িছাড়া করার পরিকল্পনা করছে ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরের উত্তরে একটি ফিলিস্তিনি গ্রাম গুঁড়িয়ে দেবে দখলদার বাহিনী। এতে বাস্তুচ্যুত হয়ে পড়বেন সেখানকার দুই শতাধিক বাসিন্দা। একদল ফিলিস্তিনি শিশু। ফাইল ছবি
ফারাসিন নামের ওই গ্রামটির কাউন্সিল প্রধান মাহমুদ আমারনেহ সাংবাদিকদের জানান, ইসরায়েলি সেনারা ইতোমধ্যে গ্রামটিতে অভিযান চালিয়েছে। তারা ৩৬টি ভবন এবং প্রাচীন পানির কূপগুলো ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যথায় কয়েক দিনের ভেতর এগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।

তিনি বলেন, অবৈধ দখলদারিত্ব সম্প্রসারণের জন্যই এমন পরিকল্পনা নিয়েছে ইসরায়েল।

প্রাচীন এই লোকালয়ে ২০০ বছরের পুরনো একটি কূপ এবং বেশ কয়েকটি প্রাচীন ভবন রয়েছে। ফলে ঐতিহ্য রক্ষায় দখলদার বাহিনীর হাত থেকে গ্রামটিকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন মাহমুদ আমারনেহ।

এমন সময়ে ইসরায়েলের এ পরিকল্পনা সামনে এলো যার কদিন আগেই ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। গত রবিবার টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তুরস্ক কখনও ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্য কারও হতে দেবে না।’

এরদোয়ান বলেন, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) হচ্ছে  মুসলিম বিশ্বের রেড লাইন।  এটা স্পষ্ট যে বিশ্ব-ব্যবস্থা সুদীর্ঘ সময় ধরে ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার-শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

২০২০ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ হিসেবে 'ডিল অব দ্য সেঞ্চুরি' পেশ করেন। এর আওতায় তিনি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া পশ্চিম তীরের ওপরও ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেন ট্রাম্প। এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় থাকতে  ফিলিস্তিনি প্রেসিডেন্টকে চাইলে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে বলেছেন বলেও খবর বেরিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু