X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬০

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ১৯:২৭আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:২৭

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র ও আরব মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ালেও, ইসরায়েলি অভিযান চলছে আগের মতোই। এ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চিকিৎসকরা জানান, দক্ষিণ গাজার খান ইউনুসে বেশ কয়েকটি ঘরবাড়ি ও তাঁবুতে চালানো বিমান হামলায় নিহতদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় সাংবাদিক হাসান সামুর, যিনি হামাস-নিয়ন্ত্রিত আল আকসা রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন। হামলায় তার ১১ জন পরিবারের সদস্যও মারা গেছেন।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে যুদ্ধের শুরু থেকে ‘হামাস নির্মূলের’ লক্ষ্যে তারা তাদের সামরিক অভিযান জোরদার করছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল আলোচনার ছদ্মাবরণে বেসামরিক জনগণের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। জায়নবাদী দখলদার বাহিনী নিরীহ মানুষদের ওপর চাপ সৃষ্টি করে আলোচনায় সুবিধা আদায়ের অপচেষ্টা করছে।

দোহায় কাতার ও মিসরের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনা থেকে এখনও কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ আলোচনায় যুক্ত রয়েছেন ট্রাম্পের দূতরাও।

হামাস জানিয়েছে, তারা এখনও গাজায় আটক সব বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত, যদি ইসরায়েল যুদ্ধ থামাতে রাজি হয়। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির কথা বলছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধের ইতি ঘটবে কেবল হামাস সম্পূর্ণ ধ্বংস হলে।

বৃহস্পতিবারের হামলা এমন এক দিনে হয়েছে, যেদিন ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের ‘নাকবা’—অর্থাৎ ইসরায়েলের প্রতিষ্ঠার সময় লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়া—স্মরণ করছিল। গাজার বহু বাসিন্দার মতে, এবারকার দুর্ভোগ অতীতের নাকবার চেয়েও ভয়াবহ।

গাজা সিটির এক বাসিন্দা আহমেদ হামাদ বলেন, আমরা আজ যা দেখছি, তা ১৯৪৮ সালের নাকবার চেয়েও খারাপ। আমরা নিরবচ্ছিন্ন সহিংসতা ও বাস্তুচ্যুতির মধ্যে বাস করছি। যেখানেই যাই, হামলা চলে। মৃত্যু ঘিরে আছে চারদিকে।

গাজায় ২৩ লাখ মানুষের মধ্যে প্রায় সবাই এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার সংকটে দিন কাটাচ্ছেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার থেকে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন। অনেকে আশা করছিলেন, এই সফরে তিনি যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের ওপর চাপ বাড়াবেন। তবে সফর শুরুর পর থেকেই গাজায় ইসরায়েলি হামলা আরও বেড়েছে বলে অভিযোগ করছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবারের হামলায়ও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে ৫২ হাজার ৯০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। যুদ্ধবিধ্বস্ত গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে—এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো।

মানবিক সহায়তার জন্য একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত সংস্থা মে মাসের শেষ দিকে কাজ শুরু করতে চায়। তবে তারা চাচ্ছে, এর আগে যেন জাতিসংঘ ও অন্যান্য সংস্থা খাদ্য ও ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করতে পারে। ২ মার্চের পর থেকে গাজায় আর কোনও মানবিক সহায়তা পৌঁছায়নি। একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা সতর্ক করেছে, গাজার প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে ক্ষুধা ও মৃত্যুর সরাসরি ঝুঁকিতে রয়েছেন।

/এএ/
সম্পর্কিত
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
পাকিস্তানে তেল-গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো