X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন নিয়ে ফাউচির ‘সতর্ক আশাবাদ’

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১০:১৯আপডেট : ০১ আগস্ট ২০২০, ১১:৩৬
image

এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের একটি ‘নিরাপদ ও কার্যকরী’ ভ্যাকসিন হাতে পাওযার ব্যাপারে সন্দিহান যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এ বিশেষজ্ঞ বলেছেন, ২০২০ সালের শেষ নাগাদ মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছাবে কিনা তা নিয়ে তিনি ‘সতর্ক আশাবাদী’। তবে তার আশা, ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রকে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফাউচি

করোনা মহামারিতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে পর্যালোচনা করছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস সাবকমিটি। শুক্রবার (৩১ জুলাই) তারা মার্কিন কংগ্রেসে একটি শুনানির আয়োজন করে। সেখানে যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাওয়া করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলেন ফাউচি। তিনি বলেন, ‘আমরা আশা করছি, শরতের শেষে কিংবা শীতের শুরুতে আমরা একটি নিরাপদ ও কার্যকরী’ ভ্যাকসিন হাতে পাব। ট্রায়াল দেওয়া ছাড়া কারও পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এটি নিরাপদ কিংবা কার্যকরী কিনা। তবে আমরা সতর্ক আশাবাদী যে এ ভ্যাকসিন সফল হবে।’

চীন ও রাশিয়ার দাবিকৃত ভ্যাকসিন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ফাউচি। তিনি বলেন, ‘আমি আশা করছি চীন ও রাশিয়া কাউকে তাদের ভ্যাকসিন প্রয়োগের আগে তা পরীক্ষা করে নেবে। আমি বিশ্বাস করি না যে কেউ আমাদের আগে০ ভ্যাকসিন তৈরি করতে পারবে কিংবা ভ্যাকসিনের জন্য আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করতে হবে।’

অপারেশন ওয়ার্প স্পিড নামক উদ্যোগের আওতায় বেশ কয়েকটি ভ্যাকসিন তৈরির কাজে বিনিয়োগ করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে মডার্নার তৈরি ভ্যাকসিনটিকে সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে এ ভ্যাকসিনের তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। এ ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে এ ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা করা হবে।

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে