X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিক্ষোভে গুলিবর্ষণ, বরখাস্ত লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ২০:৫৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১১:১৭

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের (জিএনএ) স্বরাষ্ট্রমন্ত্রী ফাতিহ বাসাঘাকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে জিএনএ’র এক বিবৃতিতে জানানো হয়েছে, বিক্ষোভ মোকাবিলা এবং তাদের ওপর সহিংস অভিযানের ঘটনায় বাসাঘার ভূমিকা তদন্ত করা হবে। তদন্তের জন্য প্রস্তুত থাকার কথা জানালেও তাকে করা জিজ্ঞাসাবাদ টেলিভিশনে সম্প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর জন্য অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করার পর স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের বিবৃতি দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিক্ষোভে গুলিবর্ষণ, বরখাস্ত লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজ ও স্বরাষ্ট্রমন্ত্রী ফাতিহ বাসাঘার মধ্যে দূরত্ব বাড়ার গুঞ্জনের মধ্যেই ওই বরখাস্তের ঘটনা ঘটেছে। ফাতিহ বাসাঘা বন্দর নগরী এবং অন্যতম সামরিক ঘাঁটির শহর মিসরাতার প্রভাবশালী ব্যক্তি। ২০১৮ সালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। গত ১৪ মাস ধরে খলিফা হাফতারের বাহিনীর ত্রিপোলি অভিমুখী অভিযান প্রতিহতের ক্ষেত্রে তার ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুরস্কের সামরিক সহায়তায় ওই অভিযান প্রতিহত করে জিএনএ।

এদিকে জীবনযাত্রার নিম্নমান ও ক্ষমতাশালীদের দুর্নীতির প্রতিবাদে লিবিয়ায় চলমান বিক্ষোভ গত রবিবার থেকে আবারও তীব্র হয়েছে। রাজধানী ত্রিপোলিসহ বিভিন্ন শহরের এসব বিক্ষোভে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। এরইমধ্যে রাজধানীতে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তাররোধের অজুহাতে চার দিনের কারফিউ জারি করেছেন প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজ। তবে সমালোচকরা বলছেন, বিক্ষোভ দমনের কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ত্রিপোলিতে বিক্ষোভরতদের ওপর গুলিবর্ষণের পর স্বরাষ্ট্রমন্ত্রী ফাতিহ বাসাঘা বলেন, বন্দুকধারীরা নির্বিচারে তাজা গুলিবর্ষণ এবং বিক্ষোভকারীদের অপহরণ করে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে চাইছে। আর তারা নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্যও হুমকি তৈরি করছে। দুর্বৃত্ত গোষ্ঠীর নৃশংসতা থেকে নিরস্ত্র বেসামরিক মানুষদের রক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি।

পরে শুক্রবার রাতে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতিহ বাসাঘাকে সাময়িকভাবে বরখাস্তের ঘোষণা দিয়ে জিএনএ জানায় ত্রিপোলি ও অন্য শহরগুলোরতে বিক্ষোভ ও এই সংশ্লিষ্ট ঘটনা নিয়ে দেওয়া বক্তব্যের জন্য তদন্তের মুখোমুখি হবেন বাসাঘা। তাকে বিক্ষোভের অনুমতি দেওয়া, সেসব স্থানের নিরাপত্তা আয়োজন এবং আইনের যেসব লঙ্ঘন হয়েছে সেসবের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

এদিকে এক ডিক্রিতে প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজ বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে ফাতিহ বাসাঘাকে জিজ্ঞাসাবাদ করবে জিএনএ নেতৃবৃন্দ। আর তার দায়িত্ব গ্রহণ করবেন ডেপুটি মিনিস্টার খালিদ আহমেদ মিজান।

/জেজে/বিএ/
সম্পর্কিত
শতাধিক বন্দিকে মুক্তি দিলো ইয়েমেনের হুথিরা
অভিযান ও আলোচনায় জিম্মিদের ফেরাতে কাজ করছে ইসরায়েল: গ্যালান্ট
এক যুগ পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ