X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘বল এখন ভারতের কোর্টে’

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৪
image

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বেইজিং-দিল্লি ৫ দফা সমঝোতার বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। গ্লোবাল টাইমস-এ প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, বেইজিং-এর দিক থেকে স্থিতিশীল সম্পর্ক রক্ষার প্রত্যাশা ও প্রচেষ্টা থাকলেও ৫ দফা বাস্তবায়নে ভারতের অবস্থান অস্পষ্ট। দাবি করা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইশারাতেই সে দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত উত্তেজনা নিরসনের প্রশ্নে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। সে কারণে সীমান্ত উত্তেজনা কমবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।  

জয়শঙ্কর (বামে) ও ওয়াং ইয়ি (ডানে)

১৩ সেপ্টেম্বর গ্লোবাল টাইমস-এ ‘সীমান্ত ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনার পর বল এখন ভারতের কোর্টে’ শীর্ষক ওই মতামত প্রকাশ করা হয়েছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইন্সটিটিউটের পরিচালক কুইয়ান ফেং-এর লেখা ওই নিবন্ধে বলা হয়েছে, ‘বলা সহজ, করা কঠিন। যে পাঁচ দফা সমঝোতা হয়েছে, তা গুরুত্বপূর্ণ। সীমান্ত উত্তেজনা নিরসনে জুন মাস থেকে চীন ও ভারতের মধ্যে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে কয়েক দফা আলোচনা হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ন্যারেটিভ দেওয়া হয়েছে ও পদক্ষেপের কথা বলা হয়েছে, তার থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যারেটিভ আলাদা। ভারত সমঝোতা বাস্তবায়ন করবে কিনা; তা নিয়ে তাদের অবস্থান অস্পষ্ট।’ 

নিবন্ধে ভারতের অস্পষ্ট অবস্থানের একটি উদাহরণও সামনে টেনে আনা হয়েছে। ‘ওয়াং ও জয়শঙ্করের বৈঠকের দিনে (১০ সেপ্টেম্বর) ভারতের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমানের প্রথম চালান যুক্ত হওয়ার ঘোষণা এসেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেছেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে যে ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, তাতে এ ধরনের যুদ্ধবিমানের সংযুক্তি খুব জরুরি।’বলা হয়েছে সেখানে।

কুইয়ান ফেং মনে করেন, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিপরীতধর্মী অবস্থান প্রকাশ করলেও তারা মূলত মোদি সরকারের ইশারাতেই তা করছে। আপাতদৃষ্টিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত উত্তেজনা নিরসনে ইতিবাচক আচরণ করছে, আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আচরণ নেতিবাচক। আসলে দুই মন্ত্রণালয় সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে এবং একইসঙ্গে নরম ও কঠোর কৌশল ব্যবহার করছে। দিল্লি-বেইজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হতো না। আবার একইভাবে রাজনাথ সিং ও রাফালে বিমান সংযুক্তির অনুষ্ঠানে বক্তব্য দিতেন না।

নিবন্ধে আরও বলা হয়, ভারত ও চীন যদি যৌথ বিবৃতি অনুযায়ী কাজ করতো কিংবা উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে আরও যোগাযোগ হতো, তবে হয়তো সীমান্ত সংঘাতের মাত্রা কমানো সম্ভব হতে পারতো। বড় আকারের সশস্ত্র সংঘাত কিংবা যুদ্ধ পরিস্থিতিও ঠেকিয়ে দেওয়া সম্ভব ছিল।

ভারতের প্রতি চীনের নীতির পরিবর্তন হয়নি বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। সেখানে বলা হয়, ভারতকে শত্রু বিবেচনা করে না চীন। বরং দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করতে ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরালো করতে চায়। ভারতের সঙ্গে শান্তিপূর্ণভাবেই সীমান্ত সংঘাতের সমাধান করতে চায় চীন। তবে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থের সুরক্ষায় বেইজিং বদ্ধপরিকর। আর তাই প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা থেকে পিছপা হবে না তারা।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বশেষ খবর
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু