X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ রানিকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দেবে বার্বাডোজ

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

ব্রিটেনের রানি এলিজাবেথকে আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে গণপ্রজাতন্ত্রী দেশ হিসেবে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষার ঘোষণা দিয়েছে বার্বাডোজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, ‘উপনিবেশিক অতীত পেছনে ফেলার সময় চলে এসেছে।’ স্বাধীনতা লাভের ৫৫তম বার্ষিকী ২০২১ সালের নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দেশটি। ব্রিটেনের রাজপ্রাসাদের তরফে বলা হয়েছে, এটে একেবারেই বার্বাডোজের জনগণ ও সরকারের বিষয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ১৯৭৭ সালে বার্বাডোজ সফর করেন রানি এলিজাবেথ

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্যতম সমৃদ্ধ ও জনবহুল দেশ বার্বাডোজ। ১৯৬৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করলেও এখনও দেশটির সাংবিধানিক প্রধান রানি এলিজাবেথ। এক সময়ে প্রবলভাবে চিনি রফতানির উপর নির্ভরশীল দেশটির অর্থনীতি বর্তমানে পর্যটন ও অর্থায়নের মতো খাতে বিস্তৃত হয়েছে। ২০১৮ সালে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী মিয়া মোত্তেলি নির্বাচিত হন।

পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বার্বাডোজকে গণপ্রজাতন্ত্রী হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। ‘থ্রোন স্পিচ’ নামে পরিচিত পরিচিত এই বিবৃতিতে সরকারি নীতি ও কর্মসূচির বর্ণনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী এই বিবৃতি লিখলেও তা প্রচার করেন গভর্নর জেনারেল। বুধবারের থ্রোন স্পিচে বলা হয়, ‘আমরা কারা এবং কী অর্জনে সক্ষম তার চূড়ান্ত আত্মবিশ্বাসের বর্ণনা এই বিবৃতি।’

স্বাধীনতা লাভের পর বার্বাডোজের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এরল ব্যারো। তার একটি উদ্ধৃতির উল্লেখ করা হয় সাম্প্রতিক ওই বিবৃতিতে। বলা হয়, ‘বার্বাডোজকে উপনিবেশিক প্রভুদের ঘোরাঘুরির জায়গা হতে দেওয়া উচিত হবে না।’

ক্যারিবীয় অঞ্চলের সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে থেকে গণপ্রজাতন্ত্রী হয়ে ওঠতে চাওয়া প্রথম দেশ বার্বাডোজ নয়। ১৯৭০ এর দশকেই গণপ্রজাতন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করে গায়ানা, ত্রিনিদাদ ও টোব্যাগো ১৯৭৬ সালে এবং ডোমিনিকা ১৯৭৮ সালে একই পথ অনুসরণ করে।

/জেজে/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা