X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কয়েক মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফলাফল

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪১

নমুনা সংগ্রহের পর মাত্র কয়েক মিনিটের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে সক্ষম−এমন একটি পরীক্ষা বিশ্বজুড়ে চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর করোনা শনাক্তের ক্ষমতা নাটকীয়ভাবে বেড়ে যাবে। মাত্র পাঁচ মার্কিন ডলার ব্যয় করে এই কিট সংগ্রহ করা যাবে। এই ঘটনাকে বড় মাইলফলক আখ্যা দিয়েছে ডব্লিউএইচও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের কয়েকটি এলাকায় নমুনা সংগ্রহ করতে বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

করোনাভাইরাস শনাক্তে বর্তমানে প্রচলিত পরীক্ষায় নমুনা সংগ্রহ থেকে শুরু করে ফলাফল পাওয়া পর্যন্ত দীর্ঘ সময় লেগে যায়। এতে বিভিন্ন দেশে ভাইরাসটির বিস্তাররোধে নেওয়া পদক্ষেপ বিঘ্নিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও মেক্সিকোর মতো উচ্চ সংক্রমণ হারের দেশগুলোতে এই পরীক্ষার হার প্রকৃত প্রাদুর্ভাবের সঙ্গে তাল মেলাতে পারছে না।

তবে নতুন উদ্ভাবিত সহজে বহনযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য পরীক্ষা পদ্ধতিটি ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানিয়ে দিতে পারবে বলে জানিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। তিনি জানান, দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে মিলে আগামী ছয় মাসে ১২ কোটি নতুন কিট তৈরি করতে সম্মত হয়েছে ওষুধ উৎপাদনকারী দুই কোম্পানি অ্যাবোট এবং এসডি বায়োসেনসর।

চুক্তি অনুযায়ী ১৩৩টি দেশে নতুন এই কিট সরবরাহ করা হবে। এসব দেশের মধ্যে বেশ কয়েকটি লাতিন আমেরিকার দেশও রয়েছে। বর্তমানে করোনা মহামারিতে সবচেয়ে বেশি দুর্গত এই অঞ্চলটিতে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক বেশি।

ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘এটি তাদের পরীক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন এবং বিশেষ করে যেখানে সংক্রমণের হার বেশি সেই এলাকার জন্য এটি গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষা বিস্তার ঘটাতে সক্ষম করবে। বিশেষ করে যেসব এলাকায় পৌঁছানো কঠিন, পরীক্ষাগার সুবিধা নেই কিংবা পরীক্ষা করতে পারার মতো প্রশিক্ষিত যথেষ্ট স্বাস্থ্যকর্মী নেই, সেসব এলাকায় পরীক্ষার বিস্তার ঘটাবে এটি।’

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী