X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উত্তর সাইপ্রাসে এরদোয়ান সমর্থিত নেতার জয়

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২০, ১৪:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:২৯

উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন এরসিন টাটার। তুরস্কপন্থী হিসেবে পরিচিত ৬০ বছরের এ রাজনীতিক তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের নীতির একজন সমর্থক। উত্তর সাইপ্রাসে এরদোয়ান সমর্থিত নেতার জয়

রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। পরে নির্বাচনি বোর্ডের প্রধান নারিন ফেরদি সেফিক ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী এরসিন টাটার পেয়েছেন ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দুই সাইপ্রাসের ঐক্যের পক্ষে থাকা মুস্তাফা অ্যাকিনসি পেয়েছেন ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট।

দক্ষিণপন্থী নেতা টাটারকে তুরস্ক সমর্থন দিয়েছিল। তিনি উত্তর সাইপ্রাসের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার পক্ষপাতী। তুরস্কও সেটাই চায়।

ফল ঘোষণার পর টাটারকে অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি এরসিন টাটারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাকে ও তার দেশের মানুষদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে।’

অ্যাকিনসি হার মেনে নিয়েছেন। তিনি রিপাবলিক অব সাইপ্রাসের সঙ্গে উত্তর সাইপ্রাসের পুনর্মিলনের পক্ষপাতী।

মুস্তাফা অ্যাকিনসি বলেন, 'এবারের নির্বাচন ঠিক স্বাভাবিক ছিল না। তবে এই ফলে আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। দেশবাসীর জন্য আমার শুভ কামনা থাকবে।’

উত্তর সাইপ্রাসে মোট ভোটদাতার সংখ্যা দুই লাখ। গত সপ্তাহে প্রথম রাউন্ডে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। ফলে রবিবার দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটিতে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়।

অ্যাকিনসি ২০১৫ সালে ৬০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে তার জয়ের সম্ভাবনা ছিল। বিশেষ করে তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী এর্থুমান তাকে সমর্থন করার পর। কিন্তু অ্যাকিনসি উত্তর সাইপ্রাসে তুরস্কের রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী।

পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে এখন গ্রিসের সংঘাত চলছে। এ অবস্থায় উত্তর সাইপ্রাস ও রিপাবলিক অব সাইপ্রাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেদিক থেকে দেখতে গেলে এই ফলাফল এরদোয়ানের জন্য ইতিবাচক।

উল্লেখ্য, তুরস্ক ছাড়া আর কোনও দেশ উত্তর সাইপ্রাসকে আনুষ্ঠানিকভাবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ অঞ্চলটিকে গ্রিক সাইপ্রাসের তুর্কি অধিকৃত অংশ হিসেবে বিবেচনা করে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি