X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইরানের বিরুদ্ধে মার্কিন নির্বাচনের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ১৪:০০আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৬:১৯
image

মার্কিন ফেডারেল কর্মকর্তারা অভিযোগ তুলেছেন, ইরানি হ্যাকাররা অন্তত একটি অঙ্গরাজ্যের ভোটারদের তথ্য হ্যাক করেছে। তারা বলছেন, কট্টর ডানপন্থি এবং নব্য ফ্যাসিবাদী ‘প্রাউড বয়েজ’ নামের একটি গ্রুপকে ব্যবহার করে ভোটারদের হুমকি দিয়ে বেশ কিছু ইমেইল পাঠানো হয়েছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন নির্বাচনের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘প্রাউড বয়েজ’ যুক্তরাষ্ট্র এবং কানাডায় রাজনৈতিক সহিংসতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে থাকে। ওই গ্রুপ থেকে গত সপ্তাহে অনলাইনে হ্যাকাররা একটি ভিডিও পোস্ট করেছে। প্রচারণামূলক সেই ভিডিওতে চুরি করা তথ্য ব্যবহার করা হয়েছে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সাইবার সিকিউরিটি এজেন্সি, সাইবার নিরাপত্তা এবং অবকাঠামো সুরক্ষা সংস্থার পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রুপটিকে ব্যবহার করে ইরানি হ্যাকাররা কমপক্ষে একটি অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধনের তথ্য পেয়েছে। তারা হাজার হাজার ভোটারকে হুমকি দিয়ে মেইল পাঠাচ্ছে। 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেসব ভিডিও প্রকাশ করা হয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে যে, সেগুলো প্রপাগান্ডামূলক ভিডিও। গত সপ্তাহে ফ্লোরিডা, আলাস্কাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোটারদের হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচনের দিন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন নইলে আমরা আপনাদের দেখে নেব।

মেইলগুলো এমনভাবে পাঠানো হয়েছে যেন সেগুলোকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন জানানো ‘প্রাউড বয়েজ’ গ্রুপের কাজ মনে হয়। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলো গত সপ্তাহে ঘোষণা দেয়, এগুলো আসলে ইরানি হ্যাকারদের কাজ।

গত সপ্তাহে ইরানের পক্ষ থেকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন, ডেমোক্র্যাটিক ভোটারদের হুমকি দিয়ে মেইল পাঠানোর পেছনে ইরানের হাত রয়েছে। দেশটির পাশাপাশি রাশিয়ার কাছেও যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য রয়েছে বলে দাবি করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‌্যাটক্লিফ জানান, ওই ইমেইলগুলো কট্টর ডানপন্থী গ্রুপের আদলে এসেছে। তার সঙ্গে একমত প্রকাশ করেছিলেন এফবিআইয়ের পরিচালক ক্রিসটোফার রে। এদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশের নির্বাচনে তেহরান হস্তক্ষেপ করে না।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
সর্বশেষ খবর
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারাদেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারাদেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল