X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পুনর্গণনাতেও জর্জিয়ায় জিতলেন বাইডেন

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২০, ১৭:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৭:১৩
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত হয়েছে। প্রথম দফা গণনার পর  প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভোট ব্যবধান সামান্য হওয়ায় সেখানে পুনর্গণনার সিদ্ধান্ত হয়। এতে দেখা গেছে ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়ায় জিতেছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন

জর্জিয়ায় ইলেক্টোরাল ভোট সংখ্যা ১৬টি। ১৯৯২ সালের পর থেকেই রাজ্যটিতে জয় পেয়ে আসছিলেন রিপাবলিকান প্রার্থীরা। এ বছরের ৩ নভেম্বরের নির্বাচন শেষ প্রাথমিক গণনায় দেখা যায় ১৪ হাজার ভোট বেশি পেয়ে জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। রাজ্যটির আইন অনুযায়ী ভোট ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপারগার জানান, প্রতিটি ব্যালট হাতে করে নিরীক্ষার পরও রাজ্যে বাইডেনের বিজয়ী হওয়া বদলে যায়নি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘জর্জিয়ার ইতিহাসে প্রথম বারের মতো রাজ্যের সব ব্যালট হাতে নিরীক্ষা করে আবারও নিশ্চিত হওয়া গেছে রাজ্যের নতুন সুরক্ষিত কাগজের ব্যালট ভোট নির্ভুলভাবে গণনা করা হয়েছিল এবং ফলাফল জানানো হয়েছিল।’ তিনি বলেন, বিভিন্ন কাউন্টি এবং স্থানীয় নির্বাচনি কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের কারণে স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।

তিনশ’রও বেশি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্টত জয়ী হয়েছেন জো বাইডেন। তবেন এখনও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি