X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পুনর্গণনাতেও জর্জিয়ায় জিতলেন বাইডেন

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২০, ১৭:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৭:১৩
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত হয়েছে। প্রথম দফা গণনার পর  প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভোট ব্যবধান সামান্য হওয়ায় সেখানে পুনর্গণনার সিদ্ধান্ত হয়। এতে দেখা গেছে ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়ায় জিতেছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন

জর্জিয়ায় ইলেক্টোরাল ভোট সংখ্যা ১৬টি। ১৯৯২ সালের পর থেকেই রাজ্যটিতে জয় পেয়ে আসছিলেন রিপাবলিকান প্রার্থীরা। এ বছরের ৩ নভেম্বরের নির্বাচন শেষ প্রাথমিক গণনায় দেখা যায় ১৪ হাজার ভোট বেশি পেয়ে জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। রাজ্যটির আইন অনুযায়ী ভোট ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপারগার জানান, প্রতিটি ব্যালট হাতে করে নিরীক্ষার পরও রাজ্যে বাইডেনের বিজয়ী হওয়া বদলে যায়নি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘জর্জিয়ার ইতিহাসে প্রথম বারের মতো রাজ্যের সব ব্যালট হাতে নিরীক্ষা করে আবারও নিশ্চিত হওয়া গেছে রাজ্যের নতুন সুরক্ষিত কাগজের ব্যালট ভোট নির্ভুলভাবে গণনা করা হয়েছিল এবং ফলাফল জানানো হয়েছিল।’ তিনি বলেন, বিভিন্ন কাউন্টি এবং স্থানীয় নির্বাচনি কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের কারণে স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।

তিনশ’রও বেশি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্টত জয়ী হয়েছেন জো বাইডেন। তবেন এখনও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
সর্বশেষ খবর
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল