X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পুতিন নিজেই ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন নেননি

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ১৬:২১আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৬:২৮
image

রাশিয়া ‘বিশ্বের প্রথম’ করোনাভাইরাস টিকা আবিষ্কারের ঘোষণা দেওয়ার কয়েক মাস পরও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই টিকা নেননি। ক্রেমলিন সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। অবশ্য রুশ প্রেসিডেন্টের এক মেয়েকে ‘স্পুটনিক ভি’ নামের এই টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

পুতিন নিজেই ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন নেননি

করোনাভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই এই টিকার অনুমোদন দেওয়া হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। মেয়ের শরীরের তাপমা্ত্রা খানিক বেড়ে গিয়েছিল, তবে অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পুতিন-কন্যার শরীরে এই টিকা প্রয়োগ করা হলেও, রুশ প্রেসিডেন্ট নিজে তা গ্রহণ করেননি।

মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হয়নি এমন টিকা পুতিন নিতে পারেন না। যদিও রাশিয়ার সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মী, শিক্ষক এবং শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে এই টিকা দেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সার্টিফাই করা হয়নি এমন টিকা প্রেসিডেন্ট ব্যবহার করতে পারেন না। তবে ‘সার্টিফাই’ এবং ‘এপ্রুভড’ এর মধ্যে কি পার্থক্য তার কোনও ব্যাখ্যা দেননি পেসকভ। তিনি বলেন, এখনও গণহারে টিকা দেওয়া শুরু হয়নি। এবং অবশ্য রাষ্ট্রের প্রধান স্বেচ্ছাসেবী হিসেবে টিকা নিতে পারেন না। এটা অসম্ভব।’ পেসকভ আরও বলেন, খুব শিগগিরই ট্রায়াল শেষ হবে। আর ‘যদি তিনি মনে করেন যে এটা প্রয়োজন’ তাহলে তিনি এ বিষয়ে মানুষজনকে জানাবেন।

যেদিন স্পুটনিক ভি’র ডেভেলপাররা জানান যে, এই টিকা কার্যকর, সস্তা এবং পরিবহনে সহজ ওইদিনই পুতিনের টিকা না নেওয়ার খবর সামনে আসে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ