X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শীর্ষ মার্কিন গোয়েন্দার অভিযোগ প্রত্যাখ্যান চীনের

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:৩৫
image

চীনকে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার করা মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক কলামে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জন র‍্যাটক্লিফ ওই মন্তব্য করেন। শুক্রবার (০৪ ডিসেম্বর) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র বিষয়ক নারী মুখপাত্র হুয়া চুনিয়িং বলেন, ওই কলামটি মিথ্যা তথ্যের সমাহারের আরেকটি নজির। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীনা সামরিক বাহিনী

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জন র‍্যাটক্লিফ-এর একটি কলাম। চীন জাতীয় নিরাপত্তার এক নম্বর হুমকি শিরোনামের কলামে তিনি লেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে চীন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়া ও সন্ত্রাসবাদ মোকাবিলাকে ঐতিহাসিকভাবে অগ্রাধিকার দিয়ে এসেছে তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য চীন হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।   

শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান চীনের পররাষ্ট্র বিষয়ক নারী মুখপাত্র হুয়া চুনিয়িং। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ওই কলামটি কেবল চাঞ্চল্যকর হেডলাইন সর্বস্ব। তাতে কোনও সত্যিকার প্রমাণ দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, ‘তিনি কেবল বলে গেছেন আর পুনরাবৃত্তি করে গেছেন আমার বিবেচনায় তা মিথ্যার আরেকটি সমাহার।’ চীনা মুখপাত্র বলেন, ‘আশা করি আমেরিকান রাজনীতিবিদেরা সত্যের প্রতি শ্রদ্ধা দেখাবেন, ফেইক নিউজ বানানো ও বিক্রি বন্ধ করবেন, মনগড়া রাজনৈতিক ভাইরাস ও মিথ্যা তৈরি ও ছড়ানো বন্ধ করবেন এবং চীন-মার্কিন সম্পর্কের ক্ষতি থামাবেন, না হলে এতে কেবল যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা আরও বেশি নষ্ট হবে।’

ওয়াল স্ট্রিট জার্নালের কলামে জন র‍্যাটক্লিফ দাবি করেন চীন নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রভাব বিস্তারের অভিযান চালাচ্ছে। তার দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের লক্ষ্য করে চীনের এসব অভিযানের পরিমাণ রাশিয়ার চেয়ে ছয়গুণ ও ইরানের চেয়ে ১২ গুণ বেশি। তিনি আরও অভিযোগ করেন শি জিনপিংয়ের উদ্যোগে সামরিক বাহিনীর ব্যাপক আধুনিকায়নের জন্য মার্কিন প্রযুক্তি চুরি করছে চীন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনা পণ্যে শুল্কারোপ ও বেইজিংয়ের বিরুদ্ধে মেধাস্বত্ব সম্পদ চুরির অভিযোগ এনেছে ওয়াশিংটন। করোনাভাইরাস মহামারির জন্য চীনকে দায়ী করে আসছেন ট্রাম্প। এছাড়া হংকং, উইঘুর মুসলিম নিপীড়ন ও চীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উভয় দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
সর্বশেষ খবর
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত