X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দুই মামলায় আইনগত জটিলতায় ফেসবুক

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:৩২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৬:৪০

 

ফেসবুকের স্ক্রিন শট ২০১২ সালে শেয়ার বাজারে তালিকাভূক্তির আগে বিনিয়োগকারীদের তরফে ফেসবুকের বিরুদ্ধে আর্থিক তথ্য গোপন করার অভিযোগে যে দুটি মামলা দায়ের করা হয়েছিল, এখন সেই মামলা চলতে কোন বাধা নেই বলে রায় দিয়েছে এক মার্কিন আদালত।
রয়টার্সের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফেসবুক কর্তৃপক্ষ আর্থিক তথ্য গোপন করার কারণে যেসব বিনিয়োগকারী তাদের অর্থ হারিয়েছেন তারা চাইলে দলবদ্ধভাবে সেই ক্ষতিপূরণের টাকা দাবি করতে পারবে। ফেসবুকের তরফে বিনিয়োগকারীদের আলাদা আলাদা অভিযোগ দায়েরের সিদ্ধান্ত চাওয়া হলেও আদালত তা নাকচ করে দেয়।
আদালত এই সিদ্ধান্ত দেওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে তারা এই সিদ্ধান্তে হতাশ। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
বিচারক বলছেন ফেসবুক কর্তৃপক্ষ তাদের তথ্য এমনভাবে উপস্থাপন করেছিল যাতে মনে হয় বিনিয়োগকারীরা বিষয়টি আগেই জানতো।
২০১২ সালে শেয়ার বাজারে আইপিও ছাড়ার মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ বাজার থেকে ১৬ বিলিয়ন ডলার তুলে নিয়েছিল। বিনিয়োগকারীরা বলছেন ফেসবুকের শেয়ারের দাম বেশি ধার্য করা হয়েছিল। সেজন্য বেশি দামে ফেসবুকের শেয়ার কিনে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

উল্লেখ্য সে বছর মে মাসে নিউইয়র্ক স্টক মার্কেটে ফেসবুকের শেয়ার লেনদের শুরু হয় এবং প্রতি শেয়ার ৩৮ ডলারে কেনা-বেচা হয়। কিন্তু মাত্র চার মাসের মাথায় ফেসবুকের শেয়ারের দাম অর্ধেকে নেমে আসে। এই দাম প্রায় এক বছর বজায় ছিল। অবশ্য শেষ পর্যন্ত ফেসবুকের শেয়ারের দাম আবার বাড়তে থাকে এবং গত মঙ্গলবার পর্যন্ত নিউইয়র্কের স্টক মার্কেটে সেটি ১০৭.২৬ ডলারে লেনদেন হয়।

বিনিয়োগকারীরা বলেন মোবাইল ডিভাইসের গ্রাহকের সংখ্যা বেড়ে যাবার কারণে ভবিষ্যতে বিজ্ঞাপন থেকে ফেসবুক যে বাড়তি অর্থ লাভ করবে সে বিষয়টি তারা ২০১২ সালের তথ্যে অন্তর্ভুক্ত করেনি। কারণ ২০১২ সালে মোবাইল ডিভাইসে বিজ্ঞাপনের মাত্রা কম ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেলা জজ রবার্ট সুইট গত ১১ ডিসেম্বরেই ফেসবুকের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দিয়েছিলেন। কিন্তু এ রায় প্রকাশ হয় গত মঙ্গলবার।  সূত্র: বিবিসি, রয়টার্স।

/বিএ/

সম্পর্কিত
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
সর্বশেষ খবর
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ