X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলা

শিক্ষার্থীদের রক্ষায় জীবন দিলেন যে অসীম সাহসী শিক্ষক

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৬, ১৯:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:৩৬
image

বাচা খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামিদ পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্য অনেকের সঙ্গে প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হামিদ হোসেন। তবে মৃত্যুর আগ পর্যন্ত বন্দুকধারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন তিনি। চেষ্টা করেছেন শিক্ষার্থীদের রক্ষা করতে। নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন ওই শিক্ষক। হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বর্ণনা করেন তাদের প্রিয় শিক্ষকের সেই সাহসী ভূমিকার কথা।
কীভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তার বর্ণনা দিতে গিয়ে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দেখলাম, তিন সন্ত্রাসী ‘আল্লাহ মহান’ বলে স্লোগান দিয়ে সিঁড়ি বেয়ে আমাদের বিভাগের দিকে আসছে। এক শিক্ষার্থী শ্রেণিকক্ষের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। আমরা আর তাকে উঠে দাঁড়াতে দেখলাম না। এমন অবস্থায় একটি পিস্তল নিয়ে হামলাকারীদের গুলি করতে শুরু করেন শিক্ষক হামিদ। সন্ত্রাসীরা গুলি করতে করতে রেজিস্ট্রার অফিসে প্রবেশ করলে তিনি মাটিতে পড়ে যান। আর আমরা তখন দৌড়ে পালালাম।’
ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জহুর আহমেদ বলেন, প্রথম গুলির শব্দ শোনার পরই তাকে ভবন থেকে না বের হওয়ার পরামর্শ দেন হামিদ। সেসময় হামিদের হাতে একটি পিস্তল ছিল বলেও জানান ওই শিক্ষার্থী। তিনি বলেন, ‘তারপর আমি দেখলাম একটি বুলেট এসে তার বুকে আঘাত করলো। দেখলাম দুই বন্দুকধারী গুলি করছে। আমি দৌড়ে ভিতরে চলে গেলাম এবং পেছনের দেয়াল দিয়ে কোনও রকমে পালিয়ে এলাম।’

‘তারা অধ্যাপক হামিদকে সরাসরি গুলি করেছে। তিনি সত্যিকার অর্থেই একজন ভদ্র ও সম্মানিত শিক্ষক।’ বলেন সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী।

টুইটারেও এ সাহসী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে। সাংবাদিক রাজা আহমেদ রুমি টুইটে বলেন, ‘বাচা খান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের হাতে শিক্ষার জন্য শহীদ হলেন অধ্যাপক হামিদ’।

আরেকজন লিখেছেন, এটা খুবই দুঃখজনক যে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় রসায়নের অধ্যাপক হামিদকে শাহাদাত বরণ করতে হলো।’

অধ্যাপক হামিদের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেনও।

উল্লেখ্য, ২০১৪ সালে পেশাওয়ারের স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শিক্ষকদের শ্রেণিকক্ষে অস্ত্রবহনের অনুমতি দেওয়া হয়।

বুধবার সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চারসাদ্দায় অবস্থিত বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় বন্দুকধারীরা। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ৪ বন্দুকধারী। ২০১৪ সালে পেশাওয়ারের স্কুলে হামলার মূল হোতা ও তালেবান নেতা ওমর মনসুর তার ফেসবুক পেজে বুধবারের হামলার দায় স্বীকার করে একটি পোস্ট দেন বলে নিশ্চিত করে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, টেলিফোনেও হামলার দায় স্বীকার করেছেন মানসুর। সেসময় তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। তবে ফেসবুকে দেওয়া পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

এদিকে তালেবানের আরেকাংশের মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেন। এ ধরনের হামলার ঘটনাকে শরিয়াহবিরোধী উল্লেখ করে খোরাসানি বলেন, যারা তালেবানের নাম ব্যবহার করে এ ধরনের হামলা চালাচ্ছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। সূত্র: ডন, দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে