X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এক যাত্রীকে নিয়েই উড়লো বিশাল বিমান

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৮
image

বিশাল বিমান, তবে যাত্রী একজনই। কোনও ভিআইপি নন তিনি। একজন সাধারণ মানুষ। তবে তিনিই সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান যাত্রী। বিমান যাত্রায় তিনি যেন এক রকস্টার!

উহান থেকে গুয়াংঝো প্রদেশে যাচ্ছেন ঝ্যাং

আসলে তুষারপাতের কারণে মধ্যাঞ্চলীয় উহানে বেশ কয়েকটি ফ্লাইট চলাচলে বিলম্ব হচ্ছিল।আর ছুটি কাটাতে গুয়াংঝো যাচ্ছিলেন ঝ্যাংনামের ওই ভাগ্যবান যাত্রী। তার সি জেড ২৮৩৩ ফ্লাইটটিও পড়ে যায় বিলম্বিত ফ্লাইটের তালিকায়। বিমানের ফ্লাইট বিলম্বিত হওয়ার আশঙ্কায় যাত্রীদের আগের একটি ফ্লাইটে গাঁদাগাদি করে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। অনেকেই তাতে রাজি হয়ে চলে যান। তবে নিজের ফ্লাইটের অপেক্ষায় থাকেন ঝ্যাং। শেষ পর্যন্ত শেষ হয় অপেক্ষার প্রহর।  বিমানের একক যাত্রী ঝেং
বিমানে উঠে ঝ্যাং দেখতে পান সেখানে আর কোনও যাত্রী নেই। আর পরই ‘রক স্টার’ ট্রিপের সুযোগ মিলে যায় ঝ্যাং এর জন্য। একমাত্র যাত্রী হওয়ায় ফ্লাইট অ্যাটেনডেন্ট আর পাইলটের কাছে থেকে বিশেষ মনোযোগ পান তিনি।
বিমানে একক যাত্রী হিসেবে সেবা পাওয়া, কোনও ধরনের চিৎকার, যাত্রীদের বিশৃঙ্খলামুক্ত এ ভ্রমণ করতে পেরে নিজেকে ‘রক স্টার’ বলে উল্লেখ করেছেন তিনি। অনেকেই তাকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন। তবে একজন মাত্র যাত্রীকে নিয়ে ছেড়ে যাওয়ায় কেউ কেউ আবার বিমান কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।
চীনা ব্লগিং সাইট উইবোতে নিজের অনুভূত প্রকাশ করেছেন ঝ্যাং। তিনি বলেন, ‘আমার খুব খুশি লাগছে। এটি আমার জন্য বিরল এক অভিজ্ঞতা এবং নতুনও বটে। নিজেকে রকস্টারের মতো মনে হচ্ছে আমার।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উইবোতে তার দেওয়া সে পোস্টে অনেকগুলো লাইক ও কমেন্ট এসেছে। পোস্টটি শেয়ারও হয়েছে অনেকবার।উইবো ব্যবহারকারীদের একজন লিখেছেন, ‘এতো দুর্যোগপূর্ণ আবহাওয়াকালীন ভ্রমণে আপনি এ ধরনের আতিথেয়তা পেয়েছেন। অবশ্যই আপনি একজন ভাগ্যবান।’
আরেকজন লিখেছেন-‘বোন, আপনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান যাত্রী। এ সম্মান ধরে রাখুন।’
তবে মাত্র একজন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়াকে বিমান কর্তৃপক্ষের অসংযত আচরণ বলে উল্লেখ করেছেন কেউ কেউ। একজন লিখেছেন-‘চীনের নতুন বছর উদযাপনের জন্য যখন হাজার হাজার মানুষ বাড়ি যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে তখন এ ধরনের ঘটনা কি অপচয় নয়?’আরেকজন লিখেছেন-‘বিমানটি আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারতো এবং আরও যাত্রী নিতে পারতো। একজন যাত্রী নিয়ে যাওয়ায় জ্বালানিরও অপচয় হয়েছে।’
ট্রেনে ভ্রমণ করলে যে পরিস্থিতিতে পড়তে হত ঝ্যাং কে উল্লেখ্য, বৈরি আবহাওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে সোমবার প্রায় ১ লাখ যাত্রী গুয়াংজু রেলস্টেশনে আটকা পড়েন। চীনে প্রতিবছর ৮ ফেব্রুয়ারি লুনার নববর্ষ পালন করা হয়। সূত্র: বিবিসি


/এফইউ/বিএ/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা: প্রতিমন্ত্রী
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল