X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জকে ‘স্বাধীনতাবঞ্চিত’ রাখার ক্ষতিপূরণ দিতে হবে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৩
image

লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মুক্তভাবে চলাফেরার সুযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছে জাতিসংঘের আইনি প্যানেল। সেই সঙ্গে এতোদিন ‘স্বাধীনতাবঞ্চিত’ করে রাখার কারণে তাকে ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হয়েছে। আটক রাখার বৈধতাকে চ্যালেঞ্জ করে অ্যাসাঞ্জের আবেদনের প্রেক্ষিতে করা তদন্তের বিস্তারিত জানাতে গিয়ে শুক্রবার ৫ ফেব্রুয়ারি) এ সুপারিশ করা হয়। এর আগে বৃহস্পতিবার অ্যাসাঞ্জকে আটক রাখার সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে রুল জারি করে জাতিসংঘের প্যানেল।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, ‘জাতিসংঘের ওই প্রতিবেদনের মধ্য দিয়ে কোনও কিছুর পরিবর্তন হবে না এবং রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানানো হবে।’

জুলিয়ান অ্যাসাঞ্জ

সুইডেনে দুই নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর দেশটির অনুরোধে যুক্তরাজ্যের পুলিশ ২০১০ সালে অ্যাসাঞ্জকে গ্রেফতার করে। পাসপোর্ট জমা রেখে দিনরাত গোড়ালিতে ইলেকট্রনিক ট্যাগ পরা অবস্থায় এক বন্ধুর বাড়িতে থাকার এবং প্রতিদিন থানায় হাজিরা দেওয়ার শর্তে ৯ দিন পর তাকে জামিন দেওয়া হয়। ২০১২ সালের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ঢুকে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। ব্রিটিশ সরকারের কাছে ইকুয়েডর দূতাবাস থেকে বের হলে সুইডেন বা যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ না করার নিশ্চয়তা চান অ্যাসাঞ্জ। কিন্তু যুক্তরাজ্য সরকার এ রকম কোনও নিশ্চয়তা না দেওয়ায় শেষ পর্যন্ত ২০১৪ সালে জাতিসংঘের শরণাপন্ন হন তিনি।

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

২০১০ সালে গ্রেফতার হওয়ার পর থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয়ের সময় পর্যন্ত গোটা সময় স্বাধীন চলাফেরা থেকে অ্যাসাঞ্জকে বঞ্চিত করা হয়েছে বলে উল্লেখ করে জাতিসংঘের প্যানেল।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘অ্যাসাঞ্জকে দূতাবাসে স্বেচ্ছায় আটক রাখার জন্য যুক্তরাজ্য দায়ী নয়। বাস্তবতা আর ব্রিটিশ আইন ব্যবস্থার সুরক্ষাকে পাশ কাটিয়ে জাতিসংঘের কার্যনির্বাহী দল এ পর্যবেক্ষণ দিয়েছে। অ্যাসাঞ্জ তার গ্রেফতার এড়াতে স্বেচ্ছায় ইকুয়েডর দূতাবাসে থেকেছেন।’

আর সুইডিশ সরকার বলছে, যেকোনও সময় দূতাবাস থেকে বের হওয়ার সুযোগ অ্যাসাঞ্জের ছিল। সে ক্ষেত্রে তাকে চলাফেরার স্বাধীনতাবঞ্চিত বলা যায় না।

বৃহস্পতিবার অ্যাসাঞ্জের পক্ষে রায় দিয়ে শুক্রবার তদন্তের বিস্তারিত জানানো হবে বলে ঘোষণা দেয় জাতিসংঘের বিধিবহির্ভূত আটকবিষয়ক কার্যনির্বাহী দল। আর শুক্রবার প্যানেলের পক্ষ থেকে বলা হয়,‘অ্যাসাঞ্জকে আটক রাখার ক্ষেত্রে সমাপ্তি টানা এবং তার স্বাধীন চলাফেরাকে সম্মান জানানো প্রয়োজন।’

এর আগে অ্যাসাঞ্জ ঘোষণা দিয়েছিলেন যে জাতিসংঘের রায় তার বিরুদ্ধে গেলে তিনি ব্রিটিশ পুলিশের কাছে স্বেচ্ছায় গ্রেফতার হবেন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা