X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মাংকিপক্সে প্রথম মৃত্যু দেখলো আরও দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২, ০৯:৪৮আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৯:৪৮

স্পেন ও ব্রাজিলে মাংকিপক্স ভাইরাসে প্রথমবারের মতো একজনের করে মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দেশটি আফ্রিকার বাইরে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে এ পর্যন্ত চার হাজার ২৯৮ জনের মাংকিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে শুক্রবার জানানো হয়েছে, তিন হাজার ৭৫০ জন মাংকিপক্স রোগীর মধ্যে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারা যাওয়া রোগীর বিষয়ে আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। তবে ওই ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলে মারা যাওয়া রোগী ছিলেন ৪১ বছরের একজন পুরুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তিনি লিম্ফোমায় ভুগছিলেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতাও অপেক্ষাকৃত কম ছিল।

তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে নেওয়ার পর সেপটিক শকে তার মৃত্যু হয়।

এদিকে যুক্তরাষ্ট্রেও বাড়ছে মাংকিপক্স শনাক্তের হার। সংক্রমণ ঠেকাতে সান ফ্রান্সিসকো শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্ক অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক। সেখানকার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৮ জুলাই) জানিয়েছে, ভাইরাসটি রাজ্যজুড়ে জনস্বাস্থ্যের জন্য একটি আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কমিশনার মেরি টি বাসেট বলেন, এই ঘোষণাটি প্রতিরোধ কার্যক্রমে নিযুক্ত স্বাস্থ্য বিভাগগুলোকে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষের মাংকিপক্স শনাক্ত হয়েছে। এরমধ্যে এক হাজার ২৪৭ জন নিউ ইয়র্কের। আর সান ফ্রান্সিসকোয় ২৬১ জন।

বিরল সংক্রমণ রোগ মাংকিপক্স বিশ্বজুড়ে দ্রুত শনাক্ত বাড়তে থাকায় গত শনিবার একে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগটির সংক্রমণ ঠেকাতে দরিদ্র অঞ্চলগুলোর মানুষকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক।

/এমপি/
সম্পর্কিত
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশ, ৪ ফিলিস্তিনপন্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
পশ্চিম তীরে ইসরায়েলি আইনের প্রয়োগ চান নেতানিয়াহুর মন্ত্রীরা
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল