X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ভারতীয় বিচার ব্যবস্থার ক্রসফায়ারে অরুন্ধতী’

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০২
image

ভারতীয় বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করার অভিযোগ এনে বুকারজয়ী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে করা মামলা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নেতিবাচক শিরোনাম হয়েছে। টেলিগ্রাফ পত্রিকার নিবন্ধে বলা হয়েছে, তিনি ভারতীয় বিচার ব্যবস্থার ক্রসফায়ারে পড়েছেন। আর প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদীদের রোষানলে পড়েছেন বিশ্বজুড়ে ন্যায়-সমতা আর মুক্ত পৃথিবীর পক্ষের এই অ্যাকটিভিস্ট।  

অরুন্ধতী রায়

প্রায় সাত মাস আগে আউটলুক পত্রিকায় এক প্রবন্ধ লেখেন অরুন্ধতী। সেই প্রবন্ধ থেকেই শুরু হয় অরুন্ধতীর বিরুদ্ধে প্রচার-প্রচারণা।
অরুন্ধতীর সেই প্রবন্ধ দিল্লি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত প্রফেসর জি এন সাইবাবার সমর্থনে লেখা হয় ওই প্রবন্ধ। প্রবন্ধটির শিরোনাম ছিল, “ভারতের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ?” মাওবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতাসহ একাধিক অভিযোগে নাগপুর কারাগারে বন্দি থাকা ওই প্রফেসরের স্বাস্থ্য বিষয়ে আলোকপাত করেন অরুন্ধতী। এর ফলেই অরুন্ধতীর বিরুদ্ধে ‘অবজ্ঞা’র মামলা করা হয়। তার বিরুদ্ধে বলা হয়, ওই প্রবন্ধে তিনি ভারতের বিচারব্যবস্থার প্রতি ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ কৌতুক’ করেছেন। আগামী শুক্রবার অরুন্ধতীর এই মামলার শুনানি হবে।
ক’দিন আগে লন্ডনভিত্তিক টেলিগ্রাফ পত্রিকায় এক প্রবন্ধে বলা হয়, অরুন্ধতী রয় ভারতীয় বিচারব্যবস্থার ক্রসফায়ারে পড়ে গেছেন। ওই প্রবন্ধের লেখক অ্যান্দ্রু মারজেল দাবি করেন, অরুন্ধতীর আইনজীবীদের কেবল বিদ্বেষ মামলার বিরুদ্ধেই নয়, বরং একজন কারারুদ্ধ প্রফেসরের মুক্তির দাবিতে কোন পত্রিকায় কেন লেখা যাবে না, সে প্রসঙ্গেও প্রশ্ন তোলা উচিত।
এর আগে গার্ডিয়ান পত্রিকায় এক প্রবন্ধে পঙ্কজ মিশ্র দাবি করেন, অরুন্ধতী হিন্দু জাতীয়তাবাদীদের ক্ষোভের শিকার হচ্ছেন।
প্রসঙ্গত, যেদিন নাগপুর আদালতে অরুন্ধতীর বিরুদ্ধে বিদ্বেষের মামলা দায়ের করা হয়, সেদিনই জয়পুর সাহিত্য উৎসবে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক বিতর্কের আয়োজন করা হয়। মত প্রকাশের স্বাধীনতা চূড়ান্ত স্বাধীনতা হওয়া উচিত কিনা, তাই নিয়ে তোলা এই বিতর্কে উপস্থাপনা করেন বলিউড অভিনেতা অনুপম খের। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের আর্থিক আনুকূল্যে উদযাপিত ওই উৎসবে স্পষ্টতই ক্ষমতাসীন দল তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে আওয়াজ তোলা হয়। সূত্র: আউটলুক
/ইউআর/বিএ/     

সম্পর্কিত
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
ভ্রমণ ভিসায় বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে প্রবেশ বন্ধ
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?