X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কানাডার ম্যানিটোবায় বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৩, ০৯:২০আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:২২

কানাডার মধ্যাঞ্চলে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। উইনিপেগ শহর থেকে ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) পশ্চিমে ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।  

সিবিসি নিউজ জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন। বাসটিতে অন্তত ২৫ জন ছিলেন। ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমান্ডার সহকারি কমিশনার রব হিল বলেন, ‘সংঘর্ষের ফলে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।’

প্রত্যক্ষদর্শী নির্মেশ ভাদেরা বলেন, ‘বাসটিতে আগুন ধরে গিয়েছিল। উদ্ধারকারীরা গাড়ি থেকে যাত্রীদের বের করার চেষ্টা করছিল।’

পুলিশ বলছে, দুই গাড়ির চালকই জীবিত আছেন। দুর্ঘটনার দায় স্বীকার করেনি কেউ।

এ ঘটনায় শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘যারা আজ প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। তারা যে ব্যথার মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি অনুভব করতে পারি। মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে।’

প্রতিবেশী সাসকাচোয়ান প্রদেশে ২০১৮ সালের এপ্রিলে একটি ট্রাক গ্রামীণ রাস্তায় একটি জুনিয়র হকি দলকে পরিবহনকারী বাসকে ধাক্কা দিলে ১৬ জন নিহত হয়। ২০১৯ সালে ওই ট্রাক চালককে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। কুইবেক প্রদেশে সেবার একটি বাস একটি গিরিখাতে পড়ে গেলে ৪৪ জন নিহত হয়।

সূত্র: আল জাজিরা 

 

/এসপি/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ