যুক্তরাষ্ট্র সফরে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে দেখা করার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, মাইকেল ব্লুমবার্গসহ নেতৃস্থানীয় আমেরিকান উদ্যোক্তা এবং অর্থদাতাদের সঙ্গে বৈঠক হয়েছে তার।
জেলেনস্কি বলেন, ‘মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে ইউক্রেনে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেছি। আমরা যুদ্ধে ইউক্রেনের বিজয় এবং যুদ্ধের পর দেশ পুনর্গঠন নিয়ে কাজ করছি।’
এদিকে ইউক্রেন হয়ে ইউরোপে ৪১.৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার বহুজাতিক জ্বালানি সংস্থা গ্যাজপ্রম।
সংস্থাটি বলছে, ইউক্রেন হয়ে ইউরোপে ৪১ দশমিক ৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস স্থানীয় সময় রবিবার ইউরোপে পাঠাবে তারা।
এর আগেও একই পরিমাণ গ্যাস ইউরোপে পাঠিয়েছিল গ্যাজপ্রম।
সূত্র: আল জাজিরা