X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কোথায় আছেন পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছর থাকতে হবে জেলে। মস্কোর এক আদালত মঙ্গলবার এই সাজার বিরুদ্ধে তার করা আপিল খারিজ করে দেন। সবশেষ সাজা পেয়েছেন চরমপন্থি কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত ছয়টি অভিযোগের দায়ে।

প্যারোলের শর্ত লঙ্ঘন, প্রতারণা ও আদালত অবমাননার দায়ে ১১ বছরের বেশি সময় ধরে সাজা ভোগ করছেন ৪৭ বছরের এই পুতিন সমালোচক। মস্কো থেকে প্রায় আড়াই’শ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি দুর্গম কারাগারে বন্দি আছেন ২০২১ সাল থেকে। তার আগে প্যারোলে মুক্ত ছিলেন তিনি।

মেলেখোভোয় একটি অস্থায়ী আদালত বসিয়ে ৪ আগস্ট নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও নাভালনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে তার আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে মঙ্গলবার মস্কোর বিচারক তা খারিজ করে দেন।

মঙ্গলবারের আপিল শুনানিতে জেল থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে নাভালনি অংশ নেন। রুদ্ধদ্বার বিচারকক্ষে সংবাদমাধ্যমের প্রবেশ ছিল নিষিদ্ধ। নাভালনি এবং তার আইনজীবীদের প্রতিবাদ সত্ত্বেও রায় পড়ে শোনান বিচারক। এ সময় কয়েদির পোশাক পরা নাভালনি দাঁড়িয়ে বিচারকের সিদ্ধান্ত শুনছিলেন নীরবে।

 

ভিডিও লিঙ্কের মাধ্যমে নাভালনি শুনানিতে অংশ নেন

 

রুশ প্রযুক্তিবিদ ড্যানিয়েল খোলোডনি এই মামলায় নাভালনির পাশাপাশি দণ্ডিত হয়েছেন। আগস্টে তাকেও ৮ বছরের জেল দেওয়া হয়। মঙ্গলবার খোলোডনির আপিলও খারিজ হয়ে যায়।

রাশিয়ার সরকার বিরোধীদের মধ্যে সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব নাভালনি। সমর্থকরা তার ব্যক্তিত্বকে কিংবদন্তী নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেন। তাদের প্রত্যাশা একদিন জেল থেকে মুক্তি পাবেন নাভালনি।

রাশিয়া গত বছর ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকেই নাভালনির রাজনৈতিক আন্দোলনকে বেআইনি ঘোষণা করে পুতিন সরকার। তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঢোকানো হয়েছে জেলে। জীবন বাঁচতে অনেকে ছেড়েছেন দেশ। 

প্যারোলে মুক্ত নাভালনি চিকিৎসা নিতে জার্মানি গিয়েছিলেন। ২০২১ সালে সেখান থেকে রাশিয়ায় ফেরার পথে নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা করা হয় তাকে। সেবার অল্পের জন্য বেঁচে যান নাভালনি। তবে রাশিয়ার মাটিতে নেমেই তিনি গ্রেফতার হন। সেই থেকে জেলেই আছেন নাভালনি। এর আগে মস্কোয় বন্দুক হামলার শিকার হয়েছিলেন পুতিনের এই ঘোর সমালোচক।

ক্রেমলিন অবশ্য তাকে হত্যার বিষয়টি জোর গলায় অস্বীকার করে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কেউ যদি তাকে সরিয়ে দিতে চাইতো, তবে তাকে হত্যাই করতো। বাঁচিয়ে রাখতো না।  

সূত্র: আল জাজিরা 

 

/এসপি/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে