রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ‘আরও কিছু’ দরকার বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বুধবার এ দাবি করেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, রাশিয়ার ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান ধ্বংস করার জন্য ‘আরও কিছু’ দরকার।
যুদ্ধে পশ্চিমাদের সহায়তায় রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে কিয়েভ বাহিনী। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র দিয়ে সমর্থন জোগাচ্ছে ইউক্রেন সরকারকে। ভাষণে সহায়তাকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান জেলেনস্কি।
তিনি বলেন, যারা ইতোমধ্যেই আমাদের সাহায্য করছে, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে রুশ সন্ত্রাসের বিরুদ্ধে আরও সুরক্ষা প্রদান করতে পারে এমন কিছু প্রয়োজন আমাদের।
অক্টোবর ও নভেম্বরে জোরদার পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ‘ভয়ঙ্কর’ আব্রাহামস ট্যাঙ্ক হাতে পেয়েছে কিয়েভ সেনারা। বড় ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপের পরাশক্তিগুলোও পাশে আছে ইউক্রেনের।
সূত্র: আল জাজিরা