X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অস্ত্রবিরতি সত্ত্বেও সিরিয়ায় নিহত ১৩৫

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৬, ১৩:১৭আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৩:২০
image

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় অস্ত্রবিরতি শুরুর পর গত এক সপ্তাহে ১৩৫ জন নিহত হয়েছেন।

২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে বিভিন্ন সংঘর্ষে নিহতদের মধ্যে ৪৫ জন বিদ্রোহী, এবং ৭ শিশু সহ ৩২ জন বেসামরিক ব্যক্তি রয়েছে বলে শনিবার সংস্থাটি জানিয়েছে। এ সময়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনীর অন্তত ২৫ জন সৈনিক এবং সিরীয় কুর্দি বাহিনীর ২৭ যোদ্ধাও নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি আরও জানিয়েছে, অস্ত্রবিরতি কার্যকর নয়, এমন স্থানগুলোতে ২৭ ফেব্রুয়ারি থেকে অন্তত ৫৫২ জন নিহত হয়েছেন। পাঁচ বছর ধরে চলা সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে ১০ লক্ষাধিক।

অস্ত্রবিরতিতে সংঘর্ষের খবর পাওয়া গেলেও তার মাত্রা অনেকাংশেই কমে এসেছে। আর ত্রাণ সামগ্রীও পাঠানো সম্ভব হচ্ছে ওইসব স্থানে। তবে আক্রান্ত অঞ্চলের মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় তারা অনেক কম সাহায্য পাচ্ছেন।

সিরিয়ায় অস্ত্রবিরতির মাঝে আসাদ-বিরোধী বিক্ষোভ

সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেনস লায়েরক জানিয়েছেন, দামেস্ক থেকে পূর্বাঞ্চলীয় ঘৌটা জেলায় ত্রাণ সাহায্য পাঠানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে প্রায় ৫ লাখ মানুষ বন্দী অবস্থায় খাদ্যাভাবে রয়েছেন।

এদিকে, আলেপ্পো, দামেস্ক, দেরা এবং হোমস শহরে সরকারবিরোধী বিক্ষোভ হতে দেখা গেছে। বিক্ষোভকারীদের তিন তারা, তিন রঙের বিদ্রোহী পতাকা হাতে আসাদ-বিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

অস্ত্রবিরতি সম্পর্কিত এক আলোচনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মার্ক আয়রল্ট বলেছেন, ‘আমরা দ্রুততার সাথে জেনেভায় আলোচনা শুরু করতে চাই। তবে দুটি শর্ত পূরণ করতে হবে – সকল সিরীয়কে ত্রাণ সাহায্যের আওতায় আনতে হবে এবং অস্ত্রবিরতির প্রতি শ্রদ্ধাভাজন থাকতে হবে।’ সূত্র: বিবিসি।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে