পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১১ সদস্য নিহত ও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দেশটির রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে এক নির্জন এলাকায় টহল দিচ্ছিলেন হামলার শিকার হওয়া সদস্যরা। বন্দুকধারীরা সশস্ত্র গোষ্ঠীর নয় বরং ডাকাত দলের বলে তাদের ধারণা।
কোনও পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি।
পুলিশ মহাপরিদর্শকের পাঞ্জাব কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘টহলের সময় গাড়িবহরের একটি বাহন অকেজো হয়ে পড়ে। তখন দস্যুরা রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালায়।’
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে দস্যুদের দমনে দেশটির নিরাপত্তা বাহিনী প্রায়শই অভিযান পরিচালনা করে। বিভিন্ন গ্রামে, বনে-জঙ্গলে দস্যুরা গা-ঢাকা দিয়ে থাকে। বিগত মাসগুলোতে তাদের সঙ্গে সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তবে একক হামলায় এত বেশি হতাহতের ঘটনা বিরল।
হামলার পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে ‘দ্রুত ও কার্যকরী’ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।