X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ফিনিক্সের মতো ফিরে আসবে হামাস, দাবি নির্বাসিত নেতার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১০:৩৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৩:১১

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ধ্বংসস্তূপের মধ্য থেকে পৌরাণিক ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হবে। কেননা ইসরায়েলের সঙ্গে গত একবছর ধরে যুদ্ধে লিপ্ত থেকে বহু ক্ষয়ক্ষতি সামলেও দলটি সদস্য নিয়োগ ও অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল।

৬৮ বছর বয়সী মেশাল সাক্ষাৎকারে বলেছেন, ‘ফিলিস্তিনের ইতিহাস চক্রাকার। সংগ্রামের কোনও এক পর্যায়ে আমাদের অনেকে শহিদ হয়। আমাদের সামরিক সক্ষমতা হ্রাস পায়। কিন্তু স্রষ্টার অনুগ্রহে ফিলিস্তিনি চেতনা আবার শক্তিশালী হয়ে ফিরে আসে। অনেকটা পুরাণের ফিনিক্স পাখির মতো।’

পৌরাণিক গাঁথার এক জাদুকরী পাখি হচ্ছে ফিনিক্স। জীবনের সায়াহ্নে এসে এই পাখির সারা দেহে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে আবার জন্ম নেয় নতুন ফিনিক্স।

১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসকে নেতৃত্ব দিয়েছেন মেশাল। ১৯৯৭ সালে বিষ ভর্তি ইঞ্জেকশন ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। প্রায় তিন দশকের বেশি হামাসকে নেতৃত্ব দেওয়া মেশাল গোষ্ঠীটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তিনি বর্তমানে হামাসের কূটনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিশ্বে বিবেচিত।

সাক্ষাৎকারে মেশাল আরও বলেছেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। কিন্তু হামাস এখনও তরুণদের দলে নিয়োগ দিচ্ছে। তাছাড়া গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উৎপাদন করা হয়েছে।’ অবশ্য তিনি এই বক্তব্যের প্রেক্ষাপটে বিস্তারিত তথ্য দেননি।

মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের মতে, তার বক্তব্যের অর্থ হতে পারে যে, যত ক্ষয়ক্ষতিই হোক, হামাস যুদ্ধ চালিয়ে যাবে।

সংঘাত প্রতিরোধ ও সমাধান নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান, দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার প্রোগ্রাম ডাইরেক্টর, জুস্ট আর হিল্টারমান বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বলব, হামাস এখনও বিলীন হয়ে যায়নি এবং কোনও একদিন তারা গাজার ক্ষমতা দখল করতে পারে।’

তিনি আরও বলেছেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও ইসরায়েলি পরিকল্পনার কথা জানা যাচ্ছে না। ফলে তখন যদি শাসন ক্ষমতায় শূন্যতা তৈরি হয়, তবে হামাস নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে মেশালের সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ, সমালোচনার মুখে ট্রাম্প
ভারতের হাতে পাক রেঞ্জার গ্রেফতার, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন
রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন বিধ্বস্ত
সর্বশেষ খবর
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচার কাজ আধাবেলা বন্ধ
চিন্ময় দাসের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ
চিন্ময় দাসের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালতে বিক্ষোভ
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
বিবারের বিষণ্নতার কারণ সেলেনার গান!
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!