X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ, সমালোচনার মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৫, ১১:৫৪আপডেট : ০৪ মে ২০২৫, ১১:৫৯

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপের বেশে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ছবিটি শুক্রবার (২ মে) রাতে তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। হোয়াইট হাউজ পরে এটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পুনরায় পোস্ট করে। এর কয়েক দিন আগেই ঠাট্টা করে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পোপ হতে চান।’ ছবি পোস্ট করার পর কিছু ক্যাথলিকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ছবিতে দেখা যায়, গম্ভীর মুখে একটি অলঙ্কৃত চেয়ারে বসে আছেন ট্রাম্প। পরনে পোপের সাদা পোশাক ও মাথায় হেডড্রেস। উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী।

ছবিটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের জন্য শোক পালন করছেন এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

ট্রাম্পের এই ছবি নিয়ে চটেছেন অনেকে। কারণ ট্রাম্প নিজে ক্যাথলিক খ্রিষ্টান নন। চার্চেও নিয়মিত যান না। তবে গত মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ২১ এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন পোপ ফ্রান্সিস। ২৬ এপ্রিল তাকে সমাহিত করা হয়।

নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ট্রাম্পের এই পোস্টকে ‘ধর্ম নিয়ে উপহাস’ বলে অভিহিত করেছে। এক্সে ওই ছবির সমালোচনা করে লেখা হয়, এই ছবিতে কোনও বুদ্ধিমত্তা বা হাস্যরস নেই, প্রেসিডেন্ট সাহেব। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সদ্য সমাধিস্থ করেছি এবং কার্ডিনালরা সেন্ট পিটার-এর নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য একটি পবিত্র কনক্লেভে প্রবেশ করতে যাচ্ছেন। আমাদের উপহাস করবেন না।

শনিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি ট্রাম্পের পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ভ্যাটিকান বুধবার থেকে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিতে কার্ডিনালদের একটি সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

ইতালির বামপন্থী সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ট্রাম্পের পোস্টের কড়া সমালোচনা করে এক্সে ইতালীয় ভাষায় লেখেন, এই ছবি বিশ্বাসীদের অপমান করে, প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করে এবং দেখায় যে ডানপন্থি বিশ্বের নেতা নিজেকে বিদ্রূপের বস্তু বানিয়ে আনন্দ পান।

তবে হোয়াইট হাউজ থেকে পোপকে নিয়ে উপহাসের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে অর্থনীতিতে প্রভাব পড়বে: বাণিজ্য সচিব
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯
বন্যার কবলে কলকাতা ও পশ্চিমবঙ্গ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ খবর
বরগুনায় ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪
বরগুনায় ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪
যারা পিআর চায়, তারা আ. লীগকে ফেরাতে চায়: শামসুজ্জামান দুদু
যারা পিআর চায়, তারা আ. লীগকে ফেরাতে চায়: শামসুজ্জামান দুদু
৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা
১৪ হাজার পিস ইয়াবার মামলায় তিন জনের যাবজ্জীবন
১৪ হাজার পিস ইয়াবার মামলায় তিন জনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের