X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ইউক্রেনকে ২৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১৩:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৩:৩৫

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত সম্পদের সহায়তায় ইউক্রেনকে ২৯৪ কোটি মার্কিন ডলার ঋণ দেবে যুক্তরাজ্য । অস্ত্র ক্রয় ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণের জন্য শিল্পোন্নত দেশের সংগঠন জি সেভেনের বৃহত্তর ঋণ প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য মূলত এই সহায়তা দেওয়া হচ্ছে। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি পথ অতিক্রমে সক্ষম ড্রোনের উন্নতিসাধনেও এই অর্থ ব্যবহৃত হতে পারে।

লন্ডনে দুসপ্তাহ আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনায় জি সেভেন ঋণ প্রকল্পে ব্রিটেনের হিস্যার বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন হেইলি। এছাড়া ইতালিতে অনুষ্ঠিত জি সেভেনের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়েছে।

রাশিয়ার গভীরে হামলা করতে সক্ষম ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ‘স্টর্ম শ্যাডো’ কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কিনা, এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি হেইলি। বরং সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আরও বেশি পথ অতিক্রমে সক্ষম দূরপাল্লার ড্রোন তৈরির দক্ষতা দ্রুত অর্জন করছে তারা (ইউক্রেন)। বরাদ্দকৃত অর্থ কোথায় কীভাবে খরচ হবে ও কোন অস্ত্র তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সে ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করব।’

গত জুনে ইউক্রেনকে প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় জি সেভেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর পশ্চিমে ৩০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যমানের রুশ সার্বভৌম সম্পদ জব্দ করা হয়। এই সম্পদের লভ্যাংশ থেকে ইউক্রেনকে ঋণ পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ আটকে রেখে সেটা দিয়ে আবার ইউক্রেনকে সহায়তা করাকে সম্পূর্ণ অবৈধ পদক্ষেপ বলে বিবৃতি দিয়েছে ক্রেমলিন। রাশিয়ায় হামলা করতে তাদেরই জব্দকৃত সম্পদ দিয়ে ইউক্রেনকে অর্থায়নের ফল ভালো হবে না বলেও হুমকি দিয়েছে তারা।

৫ নভেম্বরের মার্কিন নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কায় আছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে কিয়েভের সহায়তার রাশ টেনে ধরতে পারেন তিনি। ফলে জি সেভেনের ঋণ সহায়তা নিয়ে সবাই বেশ তড়িঘড়ি আলোচনা সম্পন্ন করতে চাইছেন।

রাশিয়ার জব্দকৃত অর্থের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের কব্জায় রয়েছে। তাদের পক্ষ থেকে ইতোমধ্যে ৩ হাজার ৮শ’ কোটি মার্কিন ডলার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউক্রেনের সমর্থনে ১ হাজার ৬৬১ কোটি মার্কিন ডলার সহায়তা প্রতিশ্রুতি আগেই দিয়েছে ব্রিটেন। তার ওপর এখন জি সেভেনের প্রকল্পের মাধ্যমেও এই বাড়তি অনুদান দিচ্ছে লন্ডন।

দেশটির অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস বলেছেন, এটি এককালীন ঋণ। ধাপে ধাপে ঋণের অর্থ ছাড় করা হবে। 

/এসকে/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৯
ভারত-পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের ঝুঁকি বাস্তব ও বাড়ছে: ডন
ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান
সর্বশেষ খবর
বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন: পরিবেশ অধিদফতরের যৌথ অভিযান
বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন: পরিবেশ অধিদফতরের যৌথ অভিযান
‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করতে হবে’
‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করতে হবে’
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলা: শেষ হলো সাক্ষ্যগ্রহণ 
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলা: শেষ হলো সাক্ষ্যগ্রহণ 
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৯
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৯
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত